শ্রীনগর: উপত্যকায় ফের একবার বেড়েছে লস্কর-ই-তৈবা জঙ্গিদের গতিবিধি। একাধিক জায়গায় মিলছে তাদের উপস্থিতির খবর। শুক্রবার ভোরেও জম্মু-কাশ্মীরের দানমার শ্রীনগরের দানমার এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর মিলতেই এনকাউন্টার অভিযান চালায় যৌথ বাহিনী। খতম করা হয় দুই লস্কর-ই-তৈবা জঙ্গিকে। আহত হয়েছেন দুই সিআরপিএফ জওয়ানও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোরবেলায় গোপনসূত্রে খবর মেলে শ্রীনগরের দানমার এলাকার আলমদার কলোনিতে লুকিয়ে রয়েছে কিছু জঙ্গি। সঙ্গে সঙ্গে সিআরপিএফ ও পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে। বেগতিক বুঝে গুলি চালাতে শুরু করে ঘাপটি মেরে বসে থাকা জঙ্গিরা। শুরু হয় দুই পক্ষের মধ্যে গুলির লড়াই।
কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানান, এনকাউন্টারে দুই জঙ্গি নিহত হয়েছে। তাদের নাম-পরিচয় এখনও জানা না গেলেও স্থানীয় বাসিন্দা বলেই মনে করা হচ্ছে। জানা গিয়েছে, তারা লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। এ দিকে, গুলির লড়াইয়ে আহত হয়েছেন দুই সিআরপিএফ জওয়ানও। তাদের চিকিৎসার জন্য শ্রীনগর সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Two unidentified terrorists were killed during an encounter between security personnel and terrorists at Alamdar Colony, Danmar area of Srinagar. Search underway. Details awaited: Jammu & Kashmir Police
(Visuals deferred by unspecified time) pic.twitter.com/naE2pEo96u
— ANI (@ANI) July 16, 2021
এর আগে বুধবারও দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় এনকাউন্টার হয়। সেই ঘটনায় তিন লস্কর-ই-তৈবা জঙ্গির মৃত্যু হয়। এদের মধ্যে একজন পাকিস্তানি লস্কর-ই-তৈবার কমান্ডার ছিলেন বললে জানা গিয়েছে। তাঁর নাম আইজাজ আলিয়াস আবু হুরাইরা। বাকি দুইজনের পরিচয় এখনও জানা যায়নি। আরও পড়ুন: কুয়োয় পড়ে যাওয়া শিশুকে উদ্ধার করতে গিয়ে বিপত্তি, আটকে পড়লেন আরও ৩০ জন, মৃত কমপক্ষে ৩