কুয়োয় আটকে ৩০ জন, মৃত কমপক্ষে ৪
দুর্ঘটনার খবর পেয়েই উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
বিদিশা: খেলতে গিয়ে কুয়োয় পড়েছিল একটি বাচ্চা। তাঁকে বাঁচাতে ছুটে এসেছিল গোটা গ্রাম, সকলেই কুয়ো থেকে শিশুটিকে বের করার চেষ্টা চালাচ্ছিলেন। এমন সময়ই ঘটল বিপদ। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কুয়োর উপরে রাখা সিমেন্টের ঢাকনা, যার উপরেই দাঁড়িয়ে উদ্ধারকার্য চালাচ্ছিলেন গ্রামবাসীরা। একজনকে বাঁচাতে গিয়ে কুয়োয় আটকে পড়লেন ৩০ জন। ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু হয়েছে। মৃত্যু হয়েছে কমপক্ষে চার জনের।
বৃহস্পতিবার ঘটনাটি ঘটে মধ্য প্রদেশের বিদিশার গঞ্জ বাসোদায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুয়োয় পড়ে যাওয়া ওই শিশুটিকেই উদ্ধার করার চেষ্টা করছিলেন গ্রামবাসীরা। সিমেন্টের ঢাকনা দিয়ে বিশালাকার কুয়োটি ঢেকে রাখলেও অল্প খোলা ছিল জল তোলার জন্য। সেখান থেকেই বাচ্চাটি জলে পড়ে যায়।
বিপদের মুহূর্তে শিশুটিকে উদ্ধারের জন্য তৎপর হয়ে ওঠেন গ্রামবাসীরা। ওই ঢাকনার উপরও ওঠেন অনেকে। একসঙ্গে এতজনের ভার নিতে না পেরেই ভেঙে যায় ঢাকনাটি, কুয়োয় পড়ে যান ৩০ জন গ্রামবাসী। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় পুলিশ। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দফতরেও।
MP: 4 bodies recovered from the spot so far in Ganjbasoda area of Vidisha.
CM SS Chouhan announces an ex-gratia of Rs 5 Lakhs each for the next of the kin of the deceased & compensation of Rs 50,000 each to the injured. The injured will also be provided free medical treatment. pic.twitter.com/PgBs2hzFJB
— ANI (@ANI) July 16, 2021
শেষ খবর পাওয়া অবধি ১৯ জনকে কুয়ো থেকে উদ্ধার করা গেলেও বাঁচানো যায়নি চারজনকে। এ দিকে, এখনও কুয়োয় আটকে রয়েছেন ১০ জন। যাদের উদ্ধার করা হয়েছে, তাদের অল্প আঘাত লেগেছে, পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য।
দুর্ঘটনার খবর পেয়েই উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি জানান, উদ্ধারকার্য শুরু হয়েছে এবং তিনি আধিকারিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও করেছেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর একযোগে উদ্ধারকার্য চালাচ্ছে। ইন্সপেকটর জেনারেল ও অন্যান্য শীর্ষ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন।” গোটা ঘটনায় একটি উচ্চ পর্যায়ের তদন্ত ও আহতদের জন্য সেরা চিকিৎসার ব্যবস্থা করতে বলেছেন মুখ্যমন্ত্রী। আরও পড়ুন: ৫ বছরের জন্য কর দিতে হবে না পতঞ্জলিকে, বিতর্ক শুরু কেন্দ্রের নির্দেশিকা ঘিরে