Uddhav Thackeray to Move Supreme Court: হারানো প্রতীক ফিরে পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন উদ্ধব

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Feb 18, 2023 | 1:11 PM

Uddhav Thackeray to Move Supreme Court: শিবসেনার নাম ও প্রতীক ব্যবহারের অধিকার দিয়েছে একনাথ শিন্ডে শিবিরকে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন উদ্ধব ঠাকরে।

Uddhav Thackeray to Move Supreme Court: হারানো প্রতীক ফিরে পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন উদ্ধব
গ্রাফিক্স: টিভি৯ বাংলা

Follow Us

মুম্বই: বড় ধাক্কা উদ্ধব ঠাকরের শিবিরে। গতকালই হাতছাড়া হয়েছে বাবা বালাসাহেব ঠাকরের প্রতিষ্ঠিত দল শিবসেনা। নির্বাচনী প্রতীক ‘তির ধনুক’ ও কেড়ে নেওয়া হয়েছে। গতকাল একনাথ শিন্ডের শিবসেনা শিবিরকে আসল শিবেসনা হিসেবে স্বীকৃতি দিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার নির্বাচন কমিশন জানিয়েছে, শিবসেনার দল ও প্রতীক দুইই একনাথ শিন্ডে শিবিরের। আর কমিশনের এই সিদ্ধান্তের বিরোধিতা করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

গত বছরের মাঝামাঝি বালাসাহেব ঠাকরের হাতে তৈরি শিবসেনায় ভাঙন দেখা গিয়েছিল। একাধিক বিধায়ককে সঙ্গে নিয়ে শিবসেনা থেকে বেরিয়ে আসেন একনাথ শিন্ডে। তারপর দীর্ঘ ‘মহা নাটকের’ পর মহারাষ্ট্রের বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করেন তিনি। বর্তমানে মুখ্যমন্ত্রীর আসনে রয়েছেন একনাথ শিন্ডে। এবং তাঁর ডেপুটি বিজেপির দেবেন্দ্র ফড়ণবীশ। এদিকে সেখানকার রাজনৈতিক সঙ্কট মিটে যেতেই দলীয় সঙ্কট শুরু হয়। শিবসেনা কার? তা নিয়ে শুরু হয় জলঘোলা। এক তৃতীয়াংশের বেশি সেনা বিধায়ক শিন্ডের সঙ্গে থাকায় তিনি তাঁর শিবিরকেই আসল শিবসেনা বলে দাবি করেন। এদিকে শিবেসনার প্রতীক ও তকমা ছাড়তে নারাজ ছিলেন উদ্ধব ঠাকরেও। এই ইস্য়ু নিয়ে আগেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন উদ্ধব ঠাকরে। ফের একবার শিবেসনার তকমা ইস্যু নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, শিবসেনা কার, গতকাল সেই বিতর্কের অবসান ঘটিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, বালা সাহেবের তৈরি আসল শিবসেনা শিন্ডে গোষ্ঠীই। আর শিবসেনা নাম এবং ‘তীর ও ধনুক’ প্রতীক ব্যবহারের অধিকার দেওয়া হয়েছে একনাথ শিন্ডে শিবিরকে। কমিশনের এই সিদ্ধান্তের নিন্দা করেছেন উদ্ধব ঠাকরে। তিনি এই সিদ্ধান্তকে চুরি ও গণতন্ত্রের হত্য়ার বলেছেন উদ্ধব। তিনি গতকাল বলেছেন, “তাঁরা শিবসেনার প্রতীক চুরি করেছেন। আমরা লড়াই চালিয়ে যাব এবং আশা হারাব না। আপাতত, এই চুরি নিয়ে শিন্ডেকে খুশি হতে দিন। যে এক সময় বিশ্বাসঘাতক, সে সবসময় বিশ্বাসঘাতকই থাকে।” এদিকে এই আবহে নিজের বাসভবন ‘মাতোশ্রী’ তে দলীয় বৈঠক ডেকেছেন তিনি। এদিকে এই নিয়ে ঠাকরেকে বিতর্ক আর না বাড়ানোর পরামর্শ এনসিপি নেতা শরদ পাওয়ার।

Next Article