Uddhav Thackeray: সাংসদদের দাবি মেনে রাষ্ট্রপতি ভোটে দ্রৌপদীকেই সমর্থন উদ্ধবের

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Jul 12, 2022 | 1:34 PM

Presidential Election: উদ্ধব ঠাকরের শিবসেনা এখন যদি বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহাকে সমর্থনের সিদ্ধান্ত থেকে সরে আসে, তবে বিরোধী শিবির জোর ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে।

Uddhav Thackeray: সাংসদদের দাবি মেনে রাষ্ট্রপতি ভোটে দ্রৌপদীকেই সমর্থন উদ্ধবের
ছবি: ফাইল চিত্র

Follow Us

মুম্বই: কয়েকদিন আগেই মহারাষ্ট্র সরকার নিয়ে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছিল। শিবেসনার টিকিটে নির্বাচিত সিংহভাগ বিধায়ক একনাথ শিন্ডের নেতৃত্বে উদ্ধবের সঙ্গ ছেড়ে বিজেপির হাত ধরেছেন। উদ্ধবের ইস্তফার পর ৩০ জুন বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন শিন্ডে। উদ্ধব শিবিরের ওপর বাড়তে থাকা চাপে সাংসদদের নিয়ে বৈঠকে বসেছিলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। প্রথম থেকে বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহাকে সমর্থনের কথা বললেও অবস্থান বদলে রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকেই সমর্থনের কথা ঘোষণা করতে পারেন উদ্ধব ঠাকরে। ইন্ডিয়া টুডেতে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। সোমবার মাতশ্রীতে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করার জন্য ১৯ জন সাংসদকে ডেকেছিলেন শিবসেনা প্রধান। ১৯ জনের মধ্যে ১৬ জন সাংসদ বৈঠকে উপস্থিত ছিলেন। জানা গিয়েছিল, উপস্থিত সেনা সাংসদরা রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে সমর্থনের জন্য উদ্ধবকে চাপ দিয়েছিলেন। সাংসদদের দাবি মেনে রাষ্ট্রপতি ভোটে দ্রৌপদী মুর্মুকে সমর্থনের কথা ঘোষণা করেছে শিবসেনা।

উদ্ধব ঠাকরের শিবসেনা বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহাকে সমর্থনের সিদ্ধান্ত থেকে সরে আসায়,  বিরোধী শিবির জোর ধাক্কা খেল বলে মনে করা হচ্ছে। গতকালের বৈঠকে বেশিরভাগ লোকসভা সাংসদ দ্রৌপদী মুর্মুকে সমর্থনের কথা বললেও রাজ্যসভার শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত জোরালভাবে যশবন্তকে সমর্থনের কথা জানিয়েছিলেন, সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। শিবসেনার আদিবাসী সম্প্রদায়ের বেশ কিছু বিধায়ক ও নেতারা জনজাতি প্রার্থী দ্রৌপদীকে সমর্থন করার জন্য আগেই উদ্ধবকে আবেদন জানিয়েছেন।

অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে। নির্বাচন কমিশন মঙ্গলবার থেকে ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোট দেওয়ার জন্য স্পেশাল ব্যালট পেপার ও পেন পাঠানো শুরু করেছে। নির্বাচিত সাংসদ বিধায়করা এই নির্বাচনে ভোট দিতে পারবেন, তবে মনোনীত সদস্যদের ভোটদানের কোনও অধিকার নেই। বিভিন্ন রাজ্যের বিধান পরিষদের সদস্যরাও এই নির্বাচনে ভোট দিতে পারবেন না। তবে রাজনৈতিক মহল মনে করছে এই নির্বাচনে দ্রৌপদী মুর্মুর জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা।

Next Article