Agitation : ভারতীয় কলেজে ভর্তির দাবি নিয়ে রাজপথে ইউক্রেন ফেরত পড়ুয়ারা

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Apr 17, 2022 | 7:43 PM

Agitation : রবিবার নয়া দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ দেখান ইউক্রেন ফেরত পড়ুয়ারা। কেন্দ্রীয় সরকারের কাছে তাঁদের অনুরোধ, রাজ্য়ের বিশ্ববিদ্য়ালয়গুলির অধীনে কলেজগুলিতে তাঁদের পড়াশোনা শেষ করার বন্দোবস্ত করে দেওয়া হোক।

Agitation : ভারতীয় কলেজে ভর্তির দাবি নিয়ে রাজপথে ইউক্রেন ফেরত পড়ুয়ারা
ছবি সৌজন্যে : ANI

Follow Us

নয়া দিল্লি : যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে রীতিমত পালিয়ে আসতে বাধ্য হয়েছেন সেখানে বসবাসকারী ভারতীয় পড়ুয়া। তাঁদের মধ্যে বেশিরভাগই মেডিক্যালের ছাত্র-ছাত্রী। দেশে ফিরে আসলেও অনিশ্চয়তা কমেনি। মেডিক্যালের পড়াশোনা মাঝ পথে ছেড়েই তাঁদের দেশে ফিরতে হয়েছে। ডিগ্রি অর্জন হয়নি। তাঁদের মধ্যে রয়েছে বিভিন্ন বর্ষের ছাত্র-ছাত্রী। সংখ্যাটা নেহাতই কম নয়। প্রায় ২০,০০০ জন ছাত্র-ছাত্রী পড়াশোনা সম্পূর্ণ না করেই দেশে ফেরেন। এবার ভারতীয় কলেজে মেডিক্যাল পড়াশোনা শেষ করতে দেওয়ার দাবি নিয়ে বিক্ষোভে সামিল হলেন সেই পড়ুয়া ও তাঁদের অভিভাবকরা। রবিবার নয়া দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ দেখান তাঁরা। কেন্দ্রীয় সরকারের কাছে তাঁদের অনুরোধ, রাজ্য়ের বিশ্ববিদ্য়ালয়গুলির অধীনে কলেজগুলিতে তাঁদের পড়াশোনা শেষ করার বন্দোবস্ত করে দেওয়া হোক।

১৮ টি রাজ্য়ের প্রায় ৫০০ জন এমবিবিএস পড়ুয়া এবং তাঁদের অভিভাবক জন্তর মন্তরে প্যারেন্টস অ্যাসোসিয়েশন অফ ইউক্রেন এমবিবিএস স্টুডেন্টস (PAUMS) এ যোগ দেবেন বলে মনে করা হচ্ছে। অভিভাবকরা জানিয়েছেন যে, ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতির জন্য তাঁদের সন্তানদের ভবিষ্যত থমকে গিয়েছে। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে বিক্ষোভে অংশ্রগ্রহণকারী এক অভিভাবক জানিয়েছেন যে, সরকার পড়ুয়াদের ইউক্রেন থেকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছে। সরকারের উচিত সেইভাবে তাঁদের কেরিয়ার বাঁচানো।

উল্লেখ্য, এই একই ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়েছিলেন। তিনি ইউক্রেন ফেরত বাংলার পড়ুয়াদের রাজ্যের মেডিক্যাল কলেজে পড়াশোনা শেষ করা ও ইন্টার্নশিপ করতে দেওয়ার জন্য ব্যবস্থা করার আর্জি জানিয়েছিলেন। এদিকে ৪ মার্চ ন্য়াশনাল মেডিক্যাল কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব পড়ুয়াদের ইন্টার্নশিপ বাকি রয়েছে তাঁরা ভারতে তাঁদের ইন্টার্নশিপ শেষ করতে পারবেন। কিন্তু যাঁরা সবে পড়াশোনা শুরু করেছেন তাঁদের পরবর্তী পদক্ষেপ নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করেনি সরকার।

আরও পড়ুন : Ripun Bora Joins TMC : হাত ছেড়ে জোড়াফুলে অসম কংগ্রেসের প্রাক্তন প্রধান, অভিষেকের হাত ধরে ঘাসফুল শিবিরে রিপুন

 

Next Article