অসম: প্রবল ঝড়-বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ১৪। গত তিন দিন ধরে অসমে একটানা বৃষ্টি চলেছে। সেই সঙ্গে ছিল ঝোড়ো হাওয়ার দাপট। বজ্র-বিদ্যুৎ সহ সেই বৃষ্টিতে রবিবার আরও ছ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪। অসময়ে ব্যাপক ঝড় বৃষ্টি হচ্ছে অসমে অন্তত ২০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ঝড়ে। ভেসে গিয়েছে ৫৯২টি গ্রাম। অসমের বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে উদ্ধারকাজ শুরু করা হয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, বৈশাখের শুরুতে এমন ভয়ঙ্কর ঝড়-বৃষ্টি আগে কখনও দেখা যায়নি অসমে। সে রাজ্যের বিস্তীর্ণ এলাকা জুড়ে ঝড়-বৃষ্টি হয়েছে। ঝড়ের তীব্রতা এত বেশি ছিল যে গ্রামের পর গ্রাম বিপর্যস্ত হয়েছে। গোয়ালপাড়া, বড়াপেট জেলার প্রায় ৫৯২টি গ্রামে ঝড়ের প্রভাব পড়েছে প্রবলভাবে। এ ছাড়াও ডিব্রুগড়, কামরূপ, নলবাড়ি, চিরাং, দারাং, কাছাড়, গোলাঘাট, জেলাগুলিতেও ঝড়ের দাপট দেখা গিয়েছে।
তিনসুকিয়া জেলায় তিন জনের, বকসায় দু জনের এবং ডিব্রুগড়ের এক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে একটি বুলেটিন প্রকাশ করা হয়েছে, সেখানে বলা হয়েছে, শনিবার রাতে ঝড়-বৃষ্টিতে দুই নাবালক-সহ আরও আট জনের মৃত্যু হয়েছে।
গত বৃহস্পতিবার থেকে ঝড়ের দাপট বাড়তে শুরু করে। ১২ হাজারের বেশি ঘরবাড়ির ক্ষতি হয়েছে। অসম সরকার যে হিসেব দিয়েছে তাতে, ৫ হাজার ৮০৯টি কাঁচাবাড়ি, ৬৫৫ টি পাকা বাড়ির আংশিক ক্ষতি হয়েছে। ৮৫৩টি কাঁচা বাড়ি ও ২৭টি পাকা বাড়িও পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।