ভোপাল: পরিবারের অর্থনৈতিক অবস্থা তেমন সম্পন্ন নয়। কিন্তু ছোটথেকেই লেখাপড়ার প্রতি আগ্রহ রয়েছে। স্বপ্ন ছিল দেশের নামী শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চশিক্ষা নেবেন। কিন্তু পরিবারের সেই আর্থিক অবস্থা নেই, যে তাঁকে বড় শহরের নামী প্রতিষ্ঠানে পড়তে পাঠাবে। তা হবে না জেনে জীবনকে চরম পরিণতির দিকে ঠেলে দিলেন এক যুবক। নিজের মুখে বাজি ভরে ফাটিয়েছেন তিনি। এর জেরে মৃত্যু হয়েছে ওই যুবকের। রবিবার ঘটনাটি ধটেছে মধ্য প্রদেশের শেওপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম ব্রজেশ প্রজাপতি। ২৪ বছরের ওই যুবক বিজ্ঞানের স্নাতকের ছাত্র ছিলেন। পুলিশ জানিয়েছে, উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ না হওয়াতেই আত্মঘাতী হয়েছেন ওই যুবক।
ঘটনা নিয়ে এক পুলিশ অফিসার বলেছেন, “রবিবার রাত ৯টা নাগাদ বাথরুমে যান ওই যুবক। সেখানেই তিনি মুখের মধ্যে সুতলি বোমাবাজি মুখে ঢুকিয়ে নেন। এর পর তাতে আগুন লাগান। এর পরই প্রচণ্ড শব্দ শোনা গিয়েছিল। পরিবারের লোকেরা সেই বাজি ফাটার আওয়াজ শুনে ছুটে গিয়েছিলেন। গিয়ে তাঁরা দেখেন ব্রজেশ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা ব্রজেশকে মৃত বলে ঘোষণা করেন।”
ঘটনা নিয়ে ব্রজেশের দাদা হৃদেশ বলেছেন, “আমার ভাই পড়াশোনায় খুব ভাল ছিল। স্থানীয় কলেজে বিএসসি-র ছাত্র ছিল। সে বড় শহরে গিয়ে উচ্চ শিক্ষা নেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু আমাদের পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। আমরা তাঁকে পড়তে পাঠাতে পারিনি।” বিষয়টি নিয়ে মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।