কাটনি: নর্মদা নদীর নীচেই চলছিল সুড়ঙ্গ তৈরির (Tunnel Construction) কাজ। আচমকাই ধসে গেল সুড়ঙ্গের একটি অংশ। সু়ড়ঙ্গের ভিতরে কর্মরত শ্রমিকেরা তাড়াহুড়ো করে বেরনোর চেষ্টা করলেও, তার আগেই নেমে আসে বিপদ। শনিবার মধ্য প্রদেশ (Madhya Pradesh)-র কাটনি জেলায় নর্মদা ভ্যালিতে মাটির নীচে একটি সুড়ঙ্গ তৈরির সময়ই এই বিপত্তি ঘটে। ভিতরে আটকে পড়েন নয়জন শ্রমিক। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রাজ্য বিপর্যয় জরুরি মোকাবিলা দফতর (SDERF)। রাতভর প্রচেষ্টা চালিয়ে সাতজন শ্রমিককে উদ্ধার করা হলেও, এখনও সুড়ঙ্গের ভিতরে আটকে রয়েছেন দুইজন শ্রমিক।
স্খানীয় সূত্রে জানা গিয়েছে, নর্মদা নদীর উপর বাগরি বাঁধ থেকে বানসাগর অবধি মাটির নীচে একটি সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে। ওই সুড়ঙ্গেরই কাজ করছিলেন শ্রমিকেরা। সেই সময়ই সুড়ঙ্গের একটি অংশ ধসে পড়ে। জল, কাদামাটি ও সিমেন্টের স্তূপের মাঝেই আটকে পড়েন শ্রমিকেরা।
#WATCH | Of the 9 labourers trapped, 5 have been rescued after an under-construction tunnel of the Bargi underground canal caved in at Sleemanabad in Katni district of Madhya Pradesh; 4 yet to be rescued. SDERF team at the spot: Administration pic.twitter.com/O0vLdYZj8B
— ANI (@ANI) February 12, 2022
দুর্ঘটনার খবর মিলতেই রাজ্য বিপর্যয় জরুরি মোকাবিলা দফতরে জানানো হয়। কিছুক্ষণের মধ্যেই তারা ঘটনাস্থলে পৌঁছয়। বিকেল থেকেই উদ্ধারকার্য শুরু হয়। রাতভর উদ্ধারকার্য চলে। এদিন সকালে প্রশাসনের তরফে জানানো হয়, ওই সুড়ঙ্গের ভিতর থেকে এখনও অবধি পাঁচজন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও ভিতরে চারজন শ্রমিক আটকে রয়েছেন। রবিবার ভোর থেকেই ফের উদ্ধারকার্য শুরু করা হয়েছে। শেষ খবর পাওয়া অবি, এদিন সকালে আরও দুইজন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে, অর্থাৎ মোট সাতজন শ্রমিককে উদ্ধার করা হয়েছে, ভিতরে আটকে রয়েছেন আরও দুই শ্রমিক।
এদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। স্লীমানাবাদের ওই সুড়ঙ্গে ধস নামা ও শ্রমিক আটকে পড়ার খবর পেয়েই তিনি কাটনির জেলাশাসককে ফোন করেন এবং উদ্ধারকার্য নিয়ে বিস্তারিত খবর নেন।
Madhya Pradesh CM Shivraj Singh Chouhan has been apprised of the incident. He is in touch with the SDERF and district administration team. pic.twitter.com/WANCnhul9o
— ANI (@ANI) February 12, 2022
এদিন সকালে ঘটনাস্থলে উপস্থিত জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, বাগরিতে মাটির নীচে একটি সুড়ঙ্গে কাজ চলাকালীন ধস নামায় নয়জন শ্রমিক আটকে পড়েছিলেন। এদের মধ্যে পাঁচজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি চারজনকেও দ্রুত উদ্ধার করার চেষ্টা চলছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে রাজ্য বিপর্যয় জরুরি মোকাবিলা দফতর।
কাটনির জেলাশাসক প্রিয়াঙ্ক মিশ্র জানান, সুড়ঙ্গে ধস নামার খবর মিলতেই বিপর্যয় মোকাবিলা দফতরে খবর দেওয়া হয়। জবলপুর থেকে উদ্ধারকারী দল এসেছে। এছাড়া জেলা প্রশাসনের তরফেও উদ্ধারকার্যে সাহায্য করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি নিয়মিত ফোন করে খোঁজ নিচ্ছেন বলেও জানান জেলাশাসক। উদ্ধার হওয়া শ্রমিকদের যাতে যথাযথ চিকিৎসার ব্যবস্খা করা হয়, তার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
তবে ভিতরে যে শ্রমিকেরা আটকে রয়েছেন, তাদের নিয়েই উদ্বেগ বাড়ছে, কারণ যত সময় অতিক্রম হবে, ততই বিপদ বাড়তে থাকবে। মাটির নীচে সুড়ঙ্গ হওয়ায় জল ঢোকার পাশাপাশি অক্সিজেনের অভাবও দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কাটনি: নর্মদা নদীর নীচেই চলছিল সুড়ঙ্গ তৈরির (Tunnel Construction) কাজ। আচমকাই ধসে গেল সুড়ঙ্গের একটি অংশ। সু়ড়ঙ্গের ভিতরে কর্মরত শ্রমিকেরা তাড়াহুড়ো করে বেরনোর চেষ্টা করলেও, তার আগেই নেমে আসে বিপদ। শনিবার মধ্য প্রদেশ (Madhya Pradesh)-র কাটনি জেলায় নর্মদা ভ্যালিতে মাটির নীচে একটি সুড়ঙ্গ তৈরির সময়ই এই বিপত্তি ঘটে। ভিতরে আটকে পড়েন নয়জন শ্রমিক। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রাজ্য বিপর্যয় জরুরি মোকাবিলা দফতর (SDERF)। রাতভর প্রচেষ্টা চালিয়ে সাতজন শ্রমিককে উদ্ধার করা হলেও, এখনও সুড়ঙ্গের ভিতরে আটকে রয়েছেন দুইজন শ্রমিক।
স্খানীয় সূত্রে জানা গিয়েছে, নর্মদা নদীর উপর বাগরি বাঁধ থেকে বানসাগর অবধি মাটির নীচে একটি সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে। ওই সুড়ঙ্গেরই কাজ করছিলেন শ্রমিকেরা। সেই সময়ই সুড়ঙ্গের একটি অংশ ধসে পড়ে। জল, কাদামাটি ও সিমেন্টের স্তূপের মাঝেই আটকে পড়েন শ্রমিকেরা।
#WATCH | Of the 9 labourers trapped, 5 have been rescued after an under-construction tunnel of the Bargi underground canal caved in at Sleemanabad in Katni district of Madhya Pradesh; 4 yet to be rescued. SDERF team at the spot: Administration pic.twitter.com/O0vLdYZj8B
— ANI (@ANI) February 12, 2022
দুর্ঘটনার খবর মিলতেই রাজ্য বিপর্যয় জরুরি মোকাবিলা দফতরে জানানো হয়। কিছুক্ষণের মধ্যেই তারা ঘটনাস্থলে পৌঁছয়। বিকেল থেকেই উদ্ধারকার্য শুরু হয়। রাতভর উদ্ধারকার্য চলে। এদিন সকালে প্রশাসনের তরফে জানানো হয়, ওই সুড়ঙ্গের ভিতর থেকে এখনও অবধি পাঁচজন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও ভিতরে চারজন শ্রমিক আটকে রয়েছেন। রবিবার ভোর থেকেই ফের উদ্ধারকার্য শুরু করা হয়েছে। শেষ খবর পাওয়া অবি, এদিন সকালে আরও দুইজন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে, অর্থাৎ মোট সাতজন শ্রমিককে উদ্ধার করা হয়েছে, ভিতরে আটকে রয়েছেন আরও দুই শ্রমিক।
এদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। স্লীমানাবাদের ওই সুড়ঙ্গে ধস নামা ও শ্রমিক আটকে পড়ার খবর পেয়েই তিনি কাটনির জেলাশাসককে ফোন করেন এবং উদ্ধারকার্য নিয়ে বিস্তারিত খবর নেন।
Madhya Pradesh CM Shivraj Singh Chouhan has been apprised of the incident. He is in touch with the SDERF and district administration team. pic.twitter.com/WANCnhul9o
— ANI (@ANI) February 12, 2022
এদিন সকালে ঘটনাস্থলে উপস্থিত জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, বাগরিতে মাটির নীচে একটি সুড়ঙ্গে কাজ চলাকালীন ধস নামায় নয়জন শ্রমিক আটকে পড়েছিলেন। এদের মধ্যে পাঁচজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি চারজনকেও দ্রুত উদ্ধার করার চেষ্টা চলছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে রাজ্য বিপর্যয় জরুরি মোকাবিলা দফতর।
কাটনির জেলাশাসক প্রিয়াঙ্ক মিশ্র জানান, সুড়ঙ্গে ধস নামার খবর মিলতেই বিপর্যয় মোকাবিলা দফতরে খবর দেওয়া হয়। জবলপুর থেকে উদ্ধারকারী দল এসেছে। এছাড়া জেলা প্রশাসনের তরফেও উদ্ধারকার্যে সাহায্য করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি নিয়মিত ফোন করে খোঁজ নিচ্ছেন বলেও জানান জেলাশাসক। উদ্ধার হওয়া শ্রমিকদের যাতে যথাযথ চিকিৎসার ব্যবস্খা করা হয়, তার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
তবে ভিতরে যে শ্রমিকেরা আটকে রয়েছেন, তাদের নিয়েই উদ্বেগ বাড়ছে, কারণ যত সময় অতিক্রম হবে, ততই বিপদ বাড়তে থাকবে। মাটির নীচে সুড়ঙ্গ হওয়ায় জল ঢোকার পাশাপাশি অক্সিজেনের অভাবও দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।