Supreme Court: বাংলাতেও হয়েছে বলে মণিপুরের ঘটনাকে ‘জাস্টিফাই’ করা যায় না: সুপ্রিম কোর্ট

Jyotirmoy Karmokar | Edited By: সায়নী জোয়ারদার

Jul 31, 2023 | 4:21 PM

Manipur: একদিকে মণিপুরের যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তা নিয়ে সুপ্রিম কোর্টই স্বতঃপ্রণোদিত জবাব তলব করেছে কেন্দ্রের কাছে। অন্যদিকে মণিপুরের দুই নির্যাতিতা মহিলা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।

Supreme Court: বাংলাতেও হয়েছে বলে মণিপুরের ঘটনাকে জাস্টিফাই করা যায় না: সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট (ফাইল ছবি)
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: মণিপুর মামলার শুনানিতেও উঠে এল বাংলার প্রসঙ্গ। সোমবার সুপ্রিম কোর্টে মণিপুর নিয়ে এক মামলার শুনানি চলাকালীন সওয়ালকারি আইনজীবী বাঁশুরি স্বরাজ বলেন, মণিপুরের মতো বাংলার অবস্থা একই। কিন্তু সেখানে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পঞ্চায়েত নির্বাচনে পশ্চিমবঙ্গে এক মহিলাকে নগ্ন করে ঘোরানো হয়েছে। মারধর করা হয়েছে। এরপরই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, নিঃসন্দেহে গোটা দেশে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। এটা সামাজিক বাস্তবতা। তবে সুপ্রিম কোর্টের বক্তব্য, অন্য রাজ্যে এ ধরনের ঘটনা ঘটছে বলে মণিপুরের ঘটনাকে কোনওভাবেই ‘ন্যায্য’ বলা যায় না। সমগ্র ঘটনাই নিন্দাজনক।

একদিকে মণিপুরের যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তা নিয়ে সুপ্রিম কোর্টই স্বতঃপ্রণোদিত জবাব তলব করেছে কেন্দ্রের কাছে। অন্যদিকে, মণিপুরের দুই নির্যাতিতা মহিলা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সবটা নিয়েই সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি জেবি পর্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে শুনানি চলছিল। সেই সময় আইনজীবী বাঁশুরি স্বরাজ বলেন, পশ্চিমবঙ্গ হোক বা রাজস্থানের বিকানের, দেশের বিভিন্ন প্রান্তে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। আইনি ব্যবস্থা প্রয়োজন। শুধু মণিপুর নয়। সবটার বিচার চাই।

এরপরই প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, কোনও একটা ঘটনার তুলনা আরেকটা ঘটনা হতে পারে না। তবে যেখানেই এ ধরনের ঘটনা ঘটুক তা অন্যায়, নিন্দনীয়। প্রধান বিচারপতি বলেন, ‘এটা কখনওই অস্বীকার করা যায় না মহিলাদের বিরুদ্ধে অপরাধ হচ্ছে এবং বাংলাতেও হচ্ছে। তবে এই মামলা অন্য। মণিপুরে যা হয়েছে তাতে অন্য কোথাও কী হয়েছে বলে জাস্টিফাই করা যায় না।’

Next Article