নয়া দিল্লি: করোনার ধাক্কা কাটিয়ে উঠতে জীবনবিমা বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানান, আগামী অর্থবর্ষ থেকেই খোলা বাজারে আসতে চলেছে জীবনবিমার শেয়ার। বিমা ক্ষেত্রে সংশোধনের বিষয়টি চলতি বাজেট অধিবেশনেই তোলা হবে।
আত্মনির্ভরতার মন্ত্রে বিশ্বাসী সরকার বিমা ক্ষেত্রে বিদেশী বিনিয়োগের মাত্রা বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। নতুন অর্থবর্ষ থেকে বিমাক্ষেত্রে বিদেশি সংস্থাগুলি ৭৪ শতাংশ অবধি বিনিয়োগ করতে পারবে বলেই জানান অর্থমন্ত্রী।
বিমাক্ষেত্রে মন্দা কাটাতে এবার থেকে খোলা বাজারেই বিক্রি হবে এলআইসির শেয়ার। গতবছরই বাজেট চলাকালীন বিমা বিলগ্নিকরণের ঘোষণা করা হয়েছিল। অর্থমন্ত্রী বলেন, “২০২১-২২ অর্থবর্ষে এলআইসির আইপিও করা হবে। অর্থাৎ এবার থেকে খোলা বাজারেই এলআইসির শেয়ার পাওয়া যাবে। প্রয়োজনীয় সংশোধনের জন্য বাজেট অধিবেশনেই বিষয়টি আলোচনার জন্য তোলা হবে।”
আরও পড়ুন: Budget 2021: গোলাপি-হলুদ-লাল পেড়ে সাদা, অর্থমন্ত্রীর শাড়ি থাকে চর্চায়
বিমাক্ষেত্রে বিদেশি বিনিয়োগও ৪৯ শতাংশ থেকে বাড়িয়ে ৭৪ শতাংশ করা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। এই বিষয়ে তিনি বলেন, “১৯৩৮ সালের বিমা আইন সংশোধনের প্রস্তাব দেওয়া হচ্ছে। এরফলে বিমাক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ ৪৯ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৭৪ শতাংশ হবে। এই নতুন কাঠামোয় বিনিয়োগকারী সংস্থার অধিকাংশ কর্মকর্তারাই ভারতের বাসিন্দা হবেন।”
অর্থমন্ত্রী দুটি ব্যাঙ্ক ও একটি বিমা সংস্থাকেও বেসরকারিকরণের ঘোষণা করলেও সেগুলি কোন সংস্থা, তার নাম উল্লেখ করেননি তিনি। বিপিসিএল, এয়ার ইন্ডিয়া ও পবনহংসের মতো সংস্থাগুলির বেসরকারিকরণের ঘোষণাও করা হয় আজকের বাজেটে।
আরও পড়ুন: Budget 2021: মহার্ঘ্য মদ, নেশা চড়াতে মঙ্গলবার থেকেই বেশ খসবে গ্যাঁটের কড়ি