Budget 2021: মহার্ঘ্য মদ, নেশা চড়াতে মঙ্গলবার থেকেই বেশ খসবে গ্যাঁটের কড়ি
বাজেটের প্রস্তাবনা পয়লা এপ্রিল থেকে বাস্তবায়িত হলেও ২ ফেব্রুয়ারি থেকেই দাম বাড়বে মদের। পেট্রোল-ডিজেলের মতোই কৃষি পরিকাঠামো ও উন্নয়ন সেস বসেছে মদের উপর।
নয়া দিল্লি: বিশেষজ্ঞদের মতে, এ বারের বাজেট (Budget 2021) সংস্কারমুখী। একাধিক বিষয়ে সংস্কারের পথে হেঁটেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নিত্য প্রয়োজনীয় পেট্রোল-ডিজেলের দাম যেমন বেড়েছে, তেমনই কমেছে সোনা-রূপোর দাম। আয়করের ক্ষেত্রেও পরোক্ষ ভাবে ছাড় দিয়েছে সরকার। ৭৫ বছরের বেশি বয়সী নাগরিকদের আয়কর সম্পূর্ণ মুকুব করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তবে সুরাপ্রেমীদের জন্য এ বারের বাজেটে ভাল খবর নেই। দাম বেড়েছে মদের।
দাম বাড়ছে ব্র্যান্ডি, হুইস্কি, স্কচ, বার্বোন-সহ একাধিক মদের। বাজেটের প্রস্তাবনা পয়লা এপ্রিল থেকে বাস্তবায়িত হলেও ২ ফেব্রুয়ারি থেকেই দাম বাড়বে মদের। পেট্রোল-ডিজেলের মতোই কৃষি পরিকাঠামো ও উন্নয়ন সেস বসেছে মদের উপর। তার ফলেই মদের দাম উর্ধ্বমুখী। অর্থমন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, বেসিক কাস্টম ডিউটি কমানো হয়েছে। তবে যে অ্যাগ্রি-ইনফ্রা সেস বসেছে তা কৃষি পরিকাঠামোর উন্নতিতে ব্যবহৃত হবে।
আরও পড়ুন: Budget 2021: সস্তা হল সোনা, দামি মসুর ডাল, দেখুন এই বাজেটের বাড়া-কমার হিসেব?
মদ ছাড়াও এই একই সেস বসেছে পেট্রোল-ডিজেল, সোনা ও রূপোর উপর। বিভিন্ন বিশেষ সারের ক্ষেত্রেও ৫ শতাংশ শুল্ক বসেছে। ৩০ শতাংশ শুল্ক বসেছে কাবুলি ছোলাতেও। ১০ শতাংশ শুল্ক বসেছে মটর শুঁটিতে মসুর ডালে বসেছে ২০ শতাংশ শুল্ক। তুলোয় শুল্ক বসেছে ৫ শতাংশ। এ বার বাজেটের দাম কমেছে লোহা, স্টিল, নাইলনের জামা, তামা, জুতো, ইনস্যুরেন্সের। সোনা ও রূপোয় শুল্ক আগে ছিল ১২.৫ শতাংশ, বর্তমানে যা কমে হয়েছে ৭.৫ শতাংশ। ফলে বাড়তি অ্যাগ্রি-ইনফ্রা সেস চাপলেও সস্তা হয়েছে দুই ধাতু।