Budget 2021: কখনও গোলাপি, কখনও হলুদ, কখনও লাল পেড়ে- চর্চায় নির্মলার শাড়িও
নয়া দিল্লি: ইন্দিরা গান্ধীর পর নির্মলা দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী (Nirmala Sitharaman)। তাই তাঁর বাজেট পেশ নিয়ে প্রথম থেকেই আগ্রহ ছিল অন্যরকম। তার মধ্যে ব্রিফকেসের ইতিহাস যেভাবে পাল্টে দিয়েছেন তিনি, তাতে শুধু বাজেট (Budget 2021) বক্তব্য নয়, তাঁর সামগ্রিক উপস্থাপনার দিকেই নজর থাকে বরাবর। এই নিয়ে তিনবার বাজেট পেশ করলেন তিনি। মাদুরাইয়ের মেয়ে […]
নয়া দিল্লি: ইন্দিরা গান্ধীর পর নির্মলা দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী (Nirmala Sitharaman)। তাই তাঁর বাজেট পেশ নিয়ে প্রথম থেকেই আগ্রহ ছিল অন্যরকম। তার মধ্যে ব্রিফকেসের ইতিহাস যেভাবে পাল্টে দিয়েছেন তিনি, তাতে শুধু বাজেট (Budget 2021) বক্তব্য নয়, তাঁর সামগ্রিক উপস্থাপনার দিকেই নজর থাকে বরাবর।
এই নিয়ে তিনবার বাজেট পেশ করলেন তিনি। মাদুরাইয়ের মেয়ে নির্মলা বরাবরই শাড়ি পড়তেই অভ্যস্ত। বাজেট পেশ করতে আসার সময় হাতে থাকা নথিকে তিনি যতটা গুরুত্ব দেন, শাড়িতেও তিনি ততটাই গুরুত্ব দেন কিনা জানা নেই, তবে শাড়ি রঙ তিন বারই চোখ টেনেছে সাধারণের।
আরও পড়ুন: Budget 2021 in Bengali LIVE: ৭৫-ঊর্ধ্বদের দিতে হবে না আয়কর, দেখে নিন আর কী নজর কাড়ল এবারের বাজেটে
প্রথমবার তিনি পরেছিলেন গোলাপি রঙের একটি শাড়ি। জরি পাড় শাড়িটি অনেকটা দক্ষিণ ভারতীয় ধাঁচের হলেও সেবার নির্মলার বাজেট বক্তৃতার সঙ্গে কিছু মিল পাওয়া গিয়েছিল শাড়ির রঙের। ২০১৯ -এ নির্মলার বাজেটের অন্যতম বিষয় ছিল, ‘নারী তু নারায়ণী’। বক্তব্যে বলেছিলেন, ভারতের অর্থনৈতিক বৃদ্ধিতে গ্রামীণ মহিলারা যেভাবে অংশ নিচ্ছেন সেই গল্পটা খুব সুন্দর। যদিও নারীর সঙ্গে গোলাপি রঙের সম্পর্কের তেমন কোনও বৈজ্ঞানিক ভিত্তি পাওয়া যায় না, তবু মহিলারা গোলাপের রং পছন্দ করেন এটা মনে করাটা একরকম রীতি। তাই সেবার নির্মলার শাড়ির একটা অর্থ খুঁজে পেয়েছিলেন অনেকেই।
আরও পড়ুন: GDP-র ১৩% মোট Corona প্যাকেজ: Nirmala Sitaraman
পরের বার অর্থাৎ ২০২০-তে হলুদ শাড়ি পরেছিলেন অর্থমন্ত্রী, সূর্যের আলোর রঙ। মনে করা হয়েছিল দেশের অর্থনীতির উজ্জ্বল ভবিষ্যৎ সামনে রেখেই এই রঙ বেছেছিলেন সীতারামন। কেউ কেউ আবার বসন্ত পঞ্চমীকেই কারণ বলে মনে করেছিলেন। কারন, আশেপাশেই ছিল সেই পুন্য তিথি। কিন্তু সেই ফেব্রুয়ারিতেও জানা ছিল না যে অপেক্ষা করছে অতিমারি, অর্থনীতিতে নামছে অন্ধকার।
আর এবারের সাধারণ বাজেটকে তো অন্যরকম গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। ঘুরে দাঁড়ানোই ছিল এই বাজেটের অন্যতম লক্ষ্য, আর অর্থমন্ত্রী সেই বার্তা দিতে সক্ষম হয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
এবারও তাঁর শাড়ির রঙ যথেষ্ট উজ্জ্বল। সাদা লাল পেড়ে শাড়ি দেখে কেউ কেউ মনে করেছেন বাংলার আবেগকে ধরতেই নির্মলার এই রঙ বেছে নেওয়া। কারন সামনেই বাংলায় ভোট। অসমের ভোটও আসন্ন। তাই অর্থমন্ত্রীর শাড়ি বিহুর পোশাকের কথাও মনে করিয়ে দিয়েছে কাউকে। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে চলেছে আলোচনাও। যদিও তথ্য বলছে বাংলা বা অসমের সঙ্গে এই শাড়ির কোনও যোগাযোগ নেই। এটি আসলে দক্ষিণ ভারতীয় শাড়ি, যা পোচমপল্লী নামে পরিচিত।
এদিন বক্তব্যের শুরুতে রবি ঠাকুরের উদ্ধৃতি আর বাংলা নিয়ে কয়েকটি ঘোষণা পশ্চিমবঙ্গের ভোটের কথা মনে করিয়ে দিলেও সার্বিকভাবে এই বাজেট কতটা কার্যকরী হবে, তা সময়ই বলবে।