পুদুচেরি: শরিক দল এনআর কংগ্রেস (NR Congress) তৈরি থাকলেও দু’মাসের জন্য গদিতে বসতে নারাজ বিজেপি (BJP)। তাই রাষ্ট্রপতি শাসনই জারি হতে চলেছে পুদুচেরি (Puducherry)-তে। সোমবার পুদুচেরি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হতেই কংগ্রেস সরকারের পতন হয়। নির্বাচনের দুই মাস আগে কেন্দ্রশাসিত অঞ্চলের ভবিষ্যৎ কী হতে চলেছে, তা নিয়ে সংশয় দেখা গিয়েছিল। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় বিধায়ক সংখ্যা থাকলেও নির্বাচনের মুখে রদবদলে নারাজ বিজেপি, তাই রাষ্ট্রপতি শাসনের পথেই হাটছে পুদুচেরি সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে পুদুচেরিতে রাষ্ট্রপতি শাসনের প্রস্তাবেই দেওয়া হয়।
একাধিক বিধায়কের পদত্যাগে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারায় কংগ্রেস। উপ-রাজ্যপাল কিরণ বেদীকে অপসারণ করে তেলাঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সুন্দররাজন (Tamilisai soundarajan) দায়িত্বে বসতেই আস্থাভোটের ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী (V Narayanasamy) প্রথমে সংখ্যাগরিষ্ঠতার দাবি করলেও সোমবার বিধানসভায় তা প্রমাণ করতে ব্যর্থ হন। এরপরই উপ-রাজ্যপালের হাতে নিজের পদত্যাগ পত্র তুলে দেন তিনি।
আরও পড়ুন: সরকারি ব্যবসায় বেসরকারি ব্যাঙ্ক থেকে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্র
দক্ষিণী কেন্দ্রশাসিত অঞ্চলে সরকারের অবস্থান নিয়ে অস্থিরতার মাঝেই কথা উঠেছিল রাষ্ট্রপতি শাসন জারির। বুধবার মন্ত্রিসভার সিদ্ধান্ত ঘোষণা করে কেন্দ্রীয়মন্ত্রী প্রকাশ জাভাড়েকর (Prakash Javadekar) বলেন, “মুখ্যমন্ত্রীর পদত্যাগের পর কোনও রাজনৈতিক দলই সরকার গঠনের ইচ্ছে প্রকাশ না করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপ-রাজ্যপালও রাষ্ট্রপতি শাসনের সপক্ষেই মত দিয়েছেন। সেই অনুযায়ীই মন্ত্রীসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
প্রকাশ জাভাড়েকর জানান, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind) মন্ত্রীসভার এই অনুমোদন গঠন করলে তারপর বিধানসভা রদ করে দেওয়া হবে ও রাষ্ট্রপতি শাসনের নিয়ম অনুযায়ী প্রশাসনিক পদক্ষেপ করা হবে। নির্বাচন কমিশনের তরফে চার রাজ্য সহ পুদুচেরিতে নির্বাচনের দিন ঘোষণা হলেই নির্বাচনের আদর্শবিধি জারি করা হবে।
আরও পড়ুন: অসমে কংগ্রেসের ডুবন্ত নৌকা বাঁচাতে ত্রাতার ভূমিকায় ‘টিম বাঘেল’