নয়া দিল্লি: ১০০ কোটি টিকাকরণের (100 Crore Vaccination) লক্ষ্যমাত্রা পূরণ করে নজির গড়েছে দেশ। এ বার লক্ষ্য বছর শেষের আগেই দেশের সমস্ত প্রাপ্তবয়স্কদের করোনা টিকা (COVID Vaccine) দেওয়া। করোনার বিরুদ্ধে এই লড়াই সহজ হতে চলেছে আরও। বিশ্বের ৯৬টি দেশে কোভ্যাক্সিন (Covaxin) ও কোভিশিল্ড(Covishield)-কে স্বীকৃত করোনা টিকা হিসাবে মান্যতা দেওয়া হয়েছে, মঙ্গলবার এই সুখবরই দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya)।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) কোনও ভ্যাকসিনকে স্বীকৃতি দিলেই গোটা বিশ্বজুড়ে সেই টিকাকে গ্রহণযোগ্য বলে মনে করা হয়। কোভিশিল্ড আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি পেলেও নানা জটে আটকে ছিল কোভ্যাক্সিনের স্বীকৃতি। চলতি মাসেই যাবতীয় তথ্য যাচাইয়ের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে কোভ্যাক্সিনকে করোনা টিকা হিসাবে মান্যতা ও জরুরী ভিত্তিতে প্রয়োগের অনুমোদন দেওয়া হয়। হু-র স্বীকৃতি পাওয়ার পরই বিশ্বের একাধিক দেশে এই দুই ভারতীয় ভ্যাকসিনকে গ্রহণযোগ্য টিকার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
মঙ্গলবারই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও অবধি মোট আটটি করোনা টিকাকে জরুরি ভিত্তিতে প্রয়োগের তালিকার অন্তর্ভুক্ত করেছে। এরমধ্যে দুটি ভারতীয় ভ্যাকসিন-কোভিশিল্ড ও কোভ্যাক্সিন থাকায় আমরা অত্যন্ত খুশি। এখনও অবধি বিশ্বের ৯৬টি দেশ এই দুটি ভ্যাকসিনকেই করোনা টিকা হিসাবে মান্যতা দিয়েছে।”
এই দেশগুলির মধ্যে অন্যতম হল আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, স্পেন, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, রাশিয়া ও সুইৎজ়ারল্যান্ড। এই দেশগুলিতে কোভ্যাক্সিন ও কোভিশিল্ড মান্যতা পাওয়ায় ভারতীয়দের বিদেশযাত্রা আরও সহজ হয়ে উঠেছে। কারণ, করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই বদলে গিয়েছে ভ্রমণের একাধিক নিয়ম। বিদেশযাত্রার ক্ষেত্রে পাসপোর্টের মতোই বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে করোনা টিকা নেওয়ার সার্টিফিকেট। টিকা না নেওয়া থাকলে একাধিক দেশে মিলবে না প্রবেশের অনুমতি। যে দেশে প্রবেশ করা যাবে, সেখানে মানতে হবে কোয়ারেন্টাইনের নিয়ম।
এতদিন কোভ্যাক্সিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি না পাওয়ায়, বিভিন্ন ভারতীয়কে বিদেশে সমস্যার মুখে পড়তে হয়েছিল। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতেও কোভিশিল্ডের স্বীকৃতি নিয়ে মাঝে সমস্যার সৃষ্টি হয়েছিল। পরে কেন্দ্রের উদ্যোগ ও তৎপরতায় সেই সমস্যার সমাধান করা হয়।
এ দিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে এখনও অবধি ১০৯ কোটি করোনা টিকা দেওয়া হয়েছে।কেন্দ্রের তরফে “হর ঘর দস্তক” নামক যে বিশাল টিকাকরণ কর্মসূচির সূচনা করা হয়েছে, তার অধীনে স্বাস্থ্যকর্মীরা বর্তমানে প্রতিটি পাড়ায়, প্রতিটি বাড়িতে পৌঁছে যাচ্ছেন সচেতনতা বৃদ্ধি ও টিকাকরণের জন্য।