নয়া দিল্লি: গুজরাটিদের প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বৃহস্পতিবার তিনি একটি অনুষ্ঠানে গিয়ে বললেন, “ভারতের আধুনিক ইতিহাসে বিশেষ অবদান রেখেছেন চারজন গুজরাটি“। এই চারজন গুজরাটি কারা, তাও উল্লেখ করেন শাহ। এরা হলেন মহাত্মা গান্ধী (Mahatma Gandhi), সর্দার বল্লভভাই পটেল (Sardar Ballavbhai Patel),মোরারজি দেশাই (Morarji Deshai) ও নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই চারজন ভারতের আধুনিক ইতিহাসে বিশেষ অবদান রেখেছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
দিল্লির গুজরাটি সমাজের ১২৫ বর্ষ পূরণ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দিতে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই তিনি সমাজে গুজরাটি সম্প্রদায়ের অবদান নিয়ে কথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে তিনি বলেন, “বিশ্বজুড়ে ভারতের নাম উজ্জ্বল হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য।”
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই পটেল, মোরারজি দেশাই ও নরেন্দ্র মোদী- এই চারজন গুজরাটি ভারতের আধুনিক ইতিহাসে বিশেষ অবদান রেখেছেন”। এই মন্তব্যের বিশ্লেষণ করে তিনি জানান, মহাত্মা গান্ধীজীর প্রচেষ্টাতে দেশ স্বাধীনতা পেয়েছে, সর্দার পটেলের কারণে ঐক্য়বদ্ধ হয়েছে দেশ। মোরারজি দেশাই দেশের গণতন্ত্রকে উজ্জীবিত করেছিলেন এবং বর্তমানে বিশ্বজুড়ে ভারতের সুনামের নেপথ্যে রয়েছেন নরেন্দ্র মোদী। এই চারজন গুজরাটি দেশের গর্ব বলেই তিনি জানান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাফল্যের খতিয়ান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “২০১৪ সালে যখন প্রথমবার প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী, সেই সময় বিশ্বের অর্থনীতির তালিকায় একাদশ স্থানে ছিল ভারতের অর্থনীতি, আজ নয় বছর পর ভারতের অর্থনীতি বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানই ভারতের অর্থনীতির প্রশংসা করেছেন এবং গুরুত্বপূর্ণ স্থান দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বেই দেশ আজ সার্জিকাল ও এয়ার স্ট্রাইক চালিয়ে বিশ্বকে এই বার্তা দিয়েছে যে ভারতের সীমান্ত নিয়ে আর ছেলেখেলা করা যাবে না।”
গুজরাটিদের প্রশংসা করেও অমিত শাহ বলেন, “দেশ-বিদেশের প্রতিটি কোণায় ছড়িয়ে রয়েছেন গুজরাটিরা। যেকোনও সমাজেই তারা যেমন মিলেমিশে থাকছেন, একইসঙ্গে নিজের ঐতিহ্য, সভ্যতাকেও ধরে রাখছেন।”