নয়া দিল্লি : দিল্লির কেজরিওয়াল সরকারকে একহাত নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরামর্শ দিলেন, বিজ্ঞাপনের জন্য যে বিশাল অঙ্কের টাকা খরচ করছে দিল্লি সরকার, তা কমিয়ে, পৌরনিগমগুলির বকেয়া টাকা মিটিয়ে দিক। তাঁর বক্তব্য, দিল্লির সরকার বিভিন্ন কর্মসূচিতে গণমাধ্যমে যে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, তাতে রাজধানীর মানুষ বুঝতে পেরেছেন কে আসলে উন্নয়নের কাজ করেছে, আর কে শুধু মুখেই বলে গিয়েছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি দিল্লির মুখ্যমন্ত্রীকে বলতে চাই বিজ্ঞাপনে কম টাকা খরচ করুন। বরং পৌরনিগমগুলিকে ১৩ হাজার কোটি টাকা বকেয়া মিটিয়ে দিন। আমাদের সরকারের কাজের সংস্কৃতিতে হল, আমরা যা বলি, তা করে দেখাই। অন্যান্যদের কাজের সংস্কৃতি হল (দিল্লি সরকার) আপনি কাজ করুন বা না করুন, টিভিতে শুধু বিজ্ঞাপন, ছবি এবং সাক্ষাৎকার দিন। দিল্লির জনসাধারণ কোন কাজের সংস্কৃতিকে সমর্থন করবেন তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।”
বিভিন্ন ফেলে দেওয়া সামগ্রী দিয়ে দক্ষিণ দিল্লি পৌরনিগম (SDMC) দ্বারা তৈরি ‘ভারত দর্শন’ পার্কের উদ্বোধন করে অমিত শাহ। সেই সময় তিনি আরও বলেন, দিল্লির বিজেপি শাসিত তিনটি পৌরনিগমের কারণেই মোদী সরকার এখানে উন্নয়নমূলক কাজ করতে পেরেছে। রাজধানীর উন্নয়নে কাজ করতে পেরেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দেশে দুই ধরনের কাজের সংস্কৃতি রয়েছে। এক ধরনের, যারা নীরবে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। যেমন মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া, প্রশাসনিক সংস্কার আনা, নতুন শিক্ষানীতি প্রবর্তন, নগর উন্নয়ন কর্মসূচি, ৬০ কোটি দরিদ্র মানুষকে বিনামূল্যে আবাসন, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি কল্যাণমূলক কর্মসূচি। আর অন্যরা হল, কিছু কর বা না কর – বিজ্ঞাপন দাও, টিভিতে সাক্ষাৎকার দাও। দিল্লির মানুষ বুঝতে পেরেছে কে আসলে উন্নয়নের কাজ করে আর কে শুধু মুখের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে।”
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার দুপুরে দিল্লির অন্য এক অনুষ্ঠানে বলেন, “দেশে অনেকবার সরকার এসেছে সরকার বদল হয়েছে, কিন্তু ২০১৪ সালে যখন নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসে, তখন দেশের জনগণের মনে হয়েছিল, এই সরকারে দেশে বদল আনবে। ৭০ বছর ধরে আমাদের গণতান্ত্রিক পদ্ধতির ওপর লোকের ভরসা উঠে যাচ্ছিল।”
সঙ্গে তিনি এও বলেন, “নরেন্দ্র মোদীর হাত ধরে স্বরাজ, সুরাজে পরিণত হয়েছে। মোদী সরকার দেশের সর্বক্ষেত্রে উন্নয়নের চেষ্টা করেছে। সরকারের লক্ষ্য ছিল উন্নয়ন থেকে যেন দেশের কোনও ক্ষেত্র বঞ্চিত না হয়। সুশাসন মানে সব বিষয়ে উন্নয়ন, সুশাসন মানে দুর্নীতিমুক্ত সরকার। সুশাসন মানে জনগণের সরকারের ওপর বিশ্বাস এবং সরকারে জনগণের ওপর বিশ্বাস। এই সব কিছু পূরণেই নরেন্দ্র মোদী সরকার কাজ করেছে।”
আরও পড়ুন : Good Governance Index: সুশাসনের সূচকে শীর্ষে গুজরাট, মহারাষ্ট্র, গোয়া; ভাল কাজ যোগীরাজ্যেও