Anurag Thakur: ‘লালুর নতুন মডেল কেজরীবাল’, কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 03, 2022 | 6:11 PM

সত্যেন্দ্র জৈনের প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, "এই সরকারের স্বাস্থ্যমন্ত্রী জেলের ভিতর ম্যাসাজ করাচ্ছেন এবং এখনও পর্যন্ত মন্ত্রী পদে ইস্তফা দেননি। এটা কেবল দুর্নীতির নজির নয়, নির্লজ্জ ঘটনা।"

Anurag Thakur: লালুর নতুন মডেল কেজরীবাল, কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর
দিল্লি ভোটের প্রচারে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। ছবি সৌজন্য : টুইটার।

Follow Us

নয়া দিল্লি: দিল্লি পুরভোটের প্রচারে এবার দুর্নীতি ইস্যুকেই হাতিয়ার করল বিজেপি। অরবিন্দ কেজরীবালের সরকারকে ‘দুর্নীতিগ্রস্ত সরকার’ এবং ‘লালুর (Lalu Prasad Yadav) মডেল’ বলে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। শনিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, “লালুর নতুন মডেল কেজরীবাল।” লালু প্রসাদ যাদব এবং অরবিন্দ কেজরীবালের আলিঙ্গনের একটি ছবিও তুলে ধরেন অনুরাগ ঠাকুর।

এদিন দিল্লি পুরভোটে বিজেপি প্রার্থীর প্রচার করতে গিয়ে কেজরীবাল সরকারকে ‘দুর্নীতিগ্রস্ত সরকার’ বলে কটাক্ষ করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। করোনা মহামারীর সময় থেকেই অরবিন্দ কেজরীবালের সরকার শ্রমিকদের টাকা লুঠ করছে বলে অভিযোগে সরব হন তিনি। হাওয়ালা দুর্নীতি, আবগারি দুর্নীতি থেকে সমস্ত রকম দুর্নীতিতে কেজরীবাল সরকার জড়িত অভিযোগ তুলে দিল্লির মুখ্যমন্ত্রীর প্রতি কেন্দ্রীয় মন্ত্রীর প্রশ্ন, “আর কত খাবে কেজরীবাল? আপনার শিষ্টাচার ভ্রষ্টাচারে পরিণত হয়েছে।” এপ্রসঙ্গে ১০০ দিনের কাজে শ্রমিকদের তালিকায় থাকা ভুয়ো শ্রমিকদের নাম তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী। কেজরীবাল সরকার শ্রমিকদের হাজার কোটি টাকা লুঠ করেছে বলে অভিযোগ তোলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

দিল্লিবাসীর টাকা লুঠ করা থেকে যে জেলে রয়েছেন, তাঁকেও দিল্লি সরকার আড়াল করছে বলে অভিযোগ অনুরাগ ঠাকুরের। দিল্লি সরকারকে ‘নির্লজ্জ’ বলে কটাক্ষ করে তিনি বলেন, “অরবিন্দ কেজরীবাল দিল্লির বড় দুর্নীতিগ্রস্ত সরকারের মডেল। ভোট প্রচারে তিনি অনেক মিথ্যা দাবি জানিয়েছেন, যেগুলি কখনও তিনি পূর্ণ করতে পারেননি। আমরা প্রথমবার এরকম একটা নির্লজ্জ সরকার দেখলাম।” সত্যেন্দ্র জৈনের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, “এই সরকারের স্বাস্থ্যমন্ত্রী জেলের ভিতর ম্যাসাজ করাচ্ছেন এবং এখনও পর্যন্ত মন্ত্রী পদে ইস্তফা দেননি। এটা কেবল দুর্নীতির নজির নয়, নির্লজ্জ ঘটনা।”

এদিনের সাংবাদিক বৈঠকে অরবিন্দ কেজরীবালের সরকারের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে তোপ দাগার পাশাপাশি বিজেপি দিল্লি পুরসভা দখল করবে বলেও দাবি জানান অনুরাগ ঠাকুর। বিজেপি প্রার্থীর সমর্থনে এদিন শাস্ত্রী নগর, কমলা নগর এবং রাজেন্দ্র নগরে রোড শো করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

Next Article