‘যত নির্বাচনে হারছে, ততই ইভিএম নিয়ে সমস্যা হচ্ছে যুবরাজের’, কংগ্রেসকে খোঁচা ধর্মেন্দ্র প্রধানের

ঈপ্সা চ্যাটার্জী |

Nov 28, 2024 | 2:20 PM

Congress: কংগ্রেসের পরাজয়কে খোঁচা দিয়েই ধর্মেন্দ্র প্রধান বলেন, "হারা বা জেতা কংগ্রেস পার্টির নির্বাচনী স্ট্র্যাটেজিতে থাকে না, বরং তাদের পরিকল্পনাই থাকে ভোটের ফল প্রকাশের আগে ইভিএম-কে দোষারোপ করা। এখন কংগ্রেসের রাজপরিবার এই দায়িত্ব সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে দিয়েছেন।"

যত নির্বাচনে হারছে, ততই ইভিএম নিয়ে সমস্যা হচ্ছে যুবরাজের, কংগ্রেসকে খোঁচা ধর্মেন্দ্র প্রধানের
রাহুল গান্ধীকে খোঁচা কেন্দ্রীয় মন্ত্রীর।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: মহারাষ্ট্রে ভরাডুবি কংগ্রেসের। আর ভোটে হারতেই ইভিএম-কে দোষারোপ কংগ্রেসের। ফের একবার ইভিএমে কারচুপির অভিযোগ তুলে ব্যালটে ভোটের দাবি করেছে। কংগ্রেসের এই দাবি নিয়েই এবার পাল্টা খোঁচা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এক্স হ্যান্ডেলে লেখেন, “কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেজি চান নির্বাচন ব্যালটে হোক, ইভিএমে নয়। এটা হাস্যকর এবং কংগ্রেসের নির্বাচনে হারের হতাশাকেই প্রকাশ করে। আসলে সমস্যাটা ইভিএমে নয়, বরং কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত মানসিকতায় রয়েছে। যখন ব্যালট পেপারে নির্বাচন হত, তখন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আপত্তি জানিয়েছিলেন। আর এখন যখন কংগ্রেস নির্বাচনে হারছে, তাদের যুবরাজের ইভিএম নিয়ে সমস্যা হচ্ছে।”

কংগ্রেসের পরাজয়কে খোঁচা দিয়েই ধর্মেন্দ্র প্রধান বলেন, “হারা বা জেতা কংগ্রেস পার্টির নির্বাচনী স্ট্র্যাটেজিতে থাকে না, বরং তাদের পরিকল্পনাই থাকে ভোটের ফল প্রকাশের আগে ইভিএম-কে দোষারোপ করা। এখন কংগ্রেসের রাজপরিবার এই দায়িত্ব সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে দিয়েছেন। যখন কংগ্রেস নির্বাচনে হারে, তখন নির্বাচন কমিশন ও ইভিএম-কে দোষারোপ করা হয়। গণতন্ত্র বিপন্ন হয়ে যায়। কংগ্রেসের জন্য দেশের গণতন্ত্র জনগণের ভোট দিয়ে নয়, বরং কংগ্রেসের হারা-জেতার উপরে নির্ভর করে। এটা জনগণের মতের অপমান। আসল সত্যটা হল জনগণ বারংবার কংগ্রেস ও রাহুল গান্ধীকে প্রত্য়াখ্যান করছে। যত দ্রুত খাড়্গেজি এটি বুঝবেন, ততই ভাল।”

Next Article