Dharmendra Pradhan: হোলিতে ডায়েরিয়ায় আক্রান্ত শতাধিক, খবর পেয়েই হাসপাতালে ছুটলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 27, 2024 | 6:21 AM

Dharmendra Pradhan: রোগীদের সঙ্গে কথা বলার পর কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "আমি ডায়েরিয়া আক্রান্তদের সঙ্গে কথা বলেছি এবং তাদের স্বাস্থ্য সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকে খোঁজ নিয়েছি। দুঃখজনকভাবে একজনের মৃত্যু হয়েছে। ১০০-রও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন ডায়েরিয়ায়। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।"

Dharmendra Pradhan: হোলিতে ডায়েরিয়ায় আক্রান্ত শতাধিক, খবর পেয়েই হাসপাতালে ছুটলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
হাসপাতালে ধর্মেন্দ্র প্রধান।
Image Credit source: ANI

Follow Us

সম্বলপুর: নিজের লোকসভা কেন্দ্রে ছড়িয়েছে রোগ। ডায়েরিয়ার সমস্যায় জেরবার সাধারণ মানুষ। খবর পেয়েই তাদের দেখতে হাসপাতালে ছুটলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মঙ্গলবার তিনি ওড়িশার বুরলায় বীর সুরেন্দ্র সাই ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চে যান। সেখানে ডায়েরিয়া আক্রান্তদের সঙ্গে দেখা ও কথা বলেন তিনি।

ওড়িশার সম্বলপুরের হিরাদকুড়ের বিগত কয়েকদিন ধরেই ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে ডায়েরিয়া রোগ। বহু মানুষ ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন। এই খবর পেয়েই ছুটে যান কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। হাসপাতালে চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলেন তিনি।

রোগীদের সঙ্গে কথা বলার পর কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “আমি ডায়েরিয়া আক্রান্তদের সঙ্গে কথা বলেছি এবং তাদের স্বাস্থ্য সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকে খোঁজ নিয়েছি। দুঃখজনকভাবে একজনের মৃত্যু হয়েছে। ১০০-রও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন ডায়েরিয়ায়। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। হিরাদকুডে এটা অত্যন্ত উদ্বেগের বিষয়। মহানদীর জল এখানের বাঁধে জমা হয়। সাধারণ মানুষ পরিষ্কার জল পাচ্ছেন না। কেন্দ্রীয় সরকার হাজার কোটি টাকা খরচ করেছে যাতে ওড়িশার মানুষরা বাড়িতে স্বচ্ছ জল পান। কিন্তু মার্চ মাসেই সাধারণ মানুষ ডায়েরিয়ায় আক্রান্ত হচ্ছেন, এটা রাজ্য সরকার ও আঞ্চলিক প্রশাসনের ব্যর্থতাকেই তুলে ধরে।”

প্রসঙ্গত, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি সম্বলপুর আসন থেকে প্রার্থী করেছে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে।

Next Article