নয়া দিল্লি: দেশে কর্মসংস্থানের জোয়ার আনতে এবং যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে তৎপর নরেন্দ্র মোদী সরকার। এবার দেশে Digital Apprentice ফ্রেমওয়ার্ক প্রস্তুত করতে বিশ্বের অন্যতম টেক সংস্থা, কগনিজ্যান্ট ও ন্যাসকম-এর অধিকর্তার সঙ্গে শুক্রবার বৈঠক করলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই বৈঠক ইতিবাচক হয়েছে এবং দেশে কর্মসংস্থান সৃষ্টি করতে ও শিল্পের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী (Dharmendra Pradhan)।
কগনিজ্যান্ট ও ন্যাসকম-এর সঙ্গে বৈঠকে বিষয়টি জানিয়ে টুইট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। টুইটারে তিনি জানিয়েছেন, কগনিজ্যান্টের সিইও রবি কুমার এবং ন্যাসকম-এর চেয়ারপার্সন রাজেশ নামবিয়ারের সঙ্গে ইতিবাচক বৈঠক হয়েছে। আমাদের দেশের বিশাল যুবশক্তির ভবিষ্যৎ সুনিশ্চিত করতে এবং কর্মসংস্থান বৃদ্ধি করার বিষয়ে ভাল আলোচনা হয়েছে। বিশেষত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন, ২০৪৭-এর মধ্যে ‘Viksit Bharat’ গড়ার লক্ষ্যে যুবদের দক্ষতা বৃদ্ধি কীভাবে করা যায়, সেটা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী।
Fruitful meeting with Mr. Ravi Kumar, CEO, @Cognizant and Mr. @RNamb, Chairperson, @nasscom, today morning.
Good discussions on future-proofing a vast majority of our #YuvaShakti, driving upward mobility in jobs for our #workforce and creating a virtuous cycle of skilling,… pic.twitter.com/wHSMyrmalp
— Dharmendra Pradhan (@dpradhanbjp) December 15, 2023
কেন্দ্রীয় শিক্ষা ও কারিগরী উন্নয়নমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আরও জানিয়েছেন, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) কাজের জগৎকে বদলে দিচ্ছে। যেহেতু গোটা বিশ্ব AI-কে গ্রহণ করে তার সঙ্গে কাজের ধারার পরিবর্তন করছে, সেহেতু আমাদেরও যুব প্রজন্মের কাজের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে তাদের দক্ষ করে তোলা জরুরি। তাই Digital Apprentice ফ্রেমওয়ার্ক প্রস্তুত করতে এবং ভবিষ্যত শিল্পের জন্য যুবদের প্রস্তুত করার বিষয়ে কগনিজ্যান্ট ও ন্যাসকম-এর অধিকর্তার সঙ্গে আলোচনায় বসেন এবং সেই আলোচনা ইতিবাচক হয়েছে বলে জানান ধর্মেন্দ্র প্রধান।