‘ডিসেম্বরের মধ্যেই করোনা টিকা পাবেন সকলে’, আশ্বাস কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর

ঈপ্সা চ্যাটার্জী |

May 24, 2021 | 8:33 AM

বিরোধীদের সমালোচনা করে তিনি বলেন, "নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য বিরোধীরা করোনা সংক্রমণ ও টিকাকরণ নিয়েও রাজনীতি করছে। এ দিকে, তাঁরা নিজেরাই টিকা নেওয়ার জন্য লাইনে দাঁড়াচ্ছেন।"

ডিসেম্বরের মধ্যেই করোনা টিকা পাবেন সকলে, আশ্বাস কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর
গজেন্দ্র সিং শেখাওয়াত। ফাইল চিত্র।

Follow Us

নয়া দিল্লি: দেশে ১৮ উর্ধ্বদের টিকাকরণ শুরু হলেও অত্যন্ত ধীরগতিতে চলছে টিকাকরণ। তবে আগামী ডিসেম্বরের মধ্যেই সমগ্র দেশবাসীকে টিকা দেওয়া নিয়ে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত (Gajendra Singh Shekhawat)। রবিবার তিনি বলেন, “দ্রুত করোনা টিকা প্রস্তুত করা হচ্ছে এবং আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের সমস্ত মানুষ টিকা পাবেন।”

টিকা ঘাটতি নিয়ে অভিযোগের দাবি উড়িয়ে দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, “বিরোধীরাই করোনা টিকাকরণ নিয়ে ভুয়ো প্রচার চালাচ্ছেন। দেশে করোনা টিকা উৎপাদনের পরিমাণ ক্রমাগত বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমরা আগামী ডিসেম্বরের মধ্যেই সমস্ত দেশবাসীকে করোনা টিকা দিয়ে রেকর্ড তৈরি করব।”

দেশের অত্যাধুনিক প্রযুক্তির প্রশংসা করে তিনি জানান, এই প্রথম বিশ্বের সঙ্গে সমান্তরাল গতিতে পাল্লা দিয়ে ভারত নিজের ভ্যাকসিন প্রস্তুত করেছে। আগে ভারতে কোনও ভ্যাকসিন আসতে বহু বছর সময় লেগে যেত।

বিরোধীদের সমালোচনা করে তিনি বলেন, “নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য বিরোধীরা করোনা সংক্রমণ ও টিকাকরণ নিয়েও রাজনীতি করছে এবং দেশের ভাবমূর্তি বিনষ্ট করার চেষ্টা করছে। এ দিকে, তাঁরা নিজেরাই টিকা নেওয়ার জন্য লাইনে দাঁড়াচ্ছেন। বিরোধীদের উচিত ক্ষমা চাওয়া।”

করোনা চিকিৎসায় রেমডেসিভির ও ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসার জন্য ব্যবহৃত অ্যামফোটেরিসিন-বি ওষুধের ঘাটতি সম্পর্কে তিনি বলেন, “ইতিমধ্যেই রেমডেসিভিরের উৎপাদন বাড়ানো হয়েছে। বর্তমানে প্রতিমাসে প্রায় দেড় কোটি রেমডেসিভির উৎপন্ন করা হচ্ছে। অ্যামফোটেরিসিন-বি-র উৎপাদনও বাড়ানোর চেষ্টা চলছে। আগামী মাসের মধ্যেই উৎপাদনের ঘাটতি মিটে যাবে। আপাতত বিদেশ থেকেও আমদানি করা হচ্ছে এই ওষুধ। ইতিমধ্যেই তিন লাখ ওষুধ এসে পৌঁছেছে এবং আগামী তিনদিনের মধ্যে আরও তিন লাখ ওষুধ এসে যাবে।”

আরও পড়ুন: লকডাউনের নিয়ম ভঙ্গ করায় ফোন ভেঙে দিয়েছিল জেলাশাসক, নতুন ফোন কিনে দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Next Article