শুধু মন্ত্রী নন, মডেলও! ব্লেজার, গলায় স্কার্ফ বেঁধে র‌্যাম্প কাঁপালেন সুকান্ত

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 08, 2024 | 10:30 AM

Sukanta Majumdar: বঙ্গ বিজেপির সভাপতি থেকে কেন্দ্রীয় মন্ত্রী। কদর বেড়েছে বিজেপি নেতা সুকান্ত মজুমদারের। কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পরই চরম ব্যস্ত সুকান্ত মজুমদার। তবে সব ব্যস্ততার মাঝেও সম্পূর্ণ অন্য রূপে ধরা দিলেন তিনি।

শুধু মন্ত্রী নন, মডেলও! ব্লেজার, গলায় স্কার্ফ বেঁধে র‌্যাম্প কাঁপালেন সুকান্ত
র‌্যাম্পওয়াক করলেন সুকান্ত মজুমদার, জ্যোতিরাদিত্য় সিন্ধিয়া।
Image Credit source: X

Follow Us

নয়া দিল্লি: পরনে হালকা সাদা রঙের ব্লেজার। তার উপরে রুপোলি সুতোর কাজ করা। গলায় ঝুলছে লম্বা স্কার্ফ। গটগটিয়ে হাঁটলেন র‌্যাম্পে। না কোনও প্রফেশনাল মডেল নয়, কথা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রীর। সকলের পরিচিত বঙ্গ বিজেপির নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)। তিনিই কাঁপালেন র‌্যাম্প। সঙ্গে ছিলেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia)।

বঙ্গ বিজেপির সভাপতি থেকে কেন্দ্রীয় মন্ত্রী। কদর বেড়েছে বিজেপি নেতা সুকান্ত মজুমদারের। কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পরই চরম ব্যস্ত সুকান্ত মজুমদার। তবে সব ব্যস্ততার মাঝেও সম্পূর্ণ অন্য রূপে ধরা দিলেন তিনি। নয়া দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত অষ্টলক্ষ্মী মহোৎসব ফ্যাশন শো-তেই পাশাপাশি র‌্যাম্প ওয়াক করলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী।

ভারতের ঐতিহ্য, সংস্কৃতিকে তুলে ধরতেই এই ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে সামিল হয়ে এবং র‌্যাম্পে হাঁটার অভিজ্ঞতা ভাগ করে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, “সত্যিই এটা সংস্কৃতি ও উদ্ভাবনের উদযাপন। উত্তর-পূর্ব ভারতের স্টাইলকে তুলে ধরা এই ফ্যাশন শোয়ে দারুণ সময় কাটল। প্রতিটি রাজ্যকে সুন্দরভাবে তুলে ধরেছেন শিল্পী ও মডেলরা। আমার সহকর্মী সুকান্ত মজুদারজীর সঙ্গে এই অনুষ্ঠানে সামিল হতে পেরে গর্বিত।”

Next Article