নয়া দিল্লি : বিএসএনএলের ৪জি পরিষেবা কবে থেকে চালু হবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। ৪ জি সিম যে আসতে চলেছে, তার ঘোষণা অনেকদিন আগেই ঘোষণা করে দেওয়া হয়েছিল। কিন্তু বাজারে তার দেখা মিলছিল না। তবে এবার আর অপেক্ষা করতে হবে না। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ব্যবহার করে ফেলেছেন বিএসএনএলের ৪ জি নেটওয়ার্ক। টুইটারে মন্ত্রী নিজেই সে কথা জানিয়েছেন।
বিএসএনএলের এই ৪ জি নেটওয়ার্ক ব্যবহার করে আপ্লুত কেন্দ্রীয় মন্ত্রী। টুইটারে তিনি লিখেছেন, ‘বিএসএনএলের ৪ জি নেটওয়ার্ক ব্যবহার করে প্রথমবার ফোন করলাম। এই ৪ জি নেটওয়ার্ক একেবারে ভারতীয় প্রযুক্তিতে তৈরি ।’ আর বিএসএনএলের এই বিকাশের জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত গঠনের যে দিশা দেখিয়েছেন, তারই প্রতিফলন বিএসএনএলের এই দেশীয় প্রযুক্তিতে তৈরি ৪ জি নেটওয়ার্ক।
Made first call over Indian 4G network of BSNL (Designed and Made in India).
PM @narendramodi Ji’s vision of Aatmanirbhar Bharat taking shape.— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) October 10, 2021
পুজোর মরশুমে বিএসএনএল গ্রাহকদের জন্য আগেই এক দারুণ সুখবর ঘোষণা করেছে। জানা গিয়েছে, বিএসএনএল কর্তৃপক্ষ তাঁদের ফ্রি ৪জি সিমের অফার ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল রাখবে। কয়েকদিন আগেই এই ফ্রি ৪জি সিমের অফার চালু করেছিল বিএসএনএল। বর্তমানে সব ইউজারদের জন্য এই অফার চালু হয়েছে। প্রথম রিচার্জ কুপন ১০০ টাকার বেশি হলেই ফ্রিতে ৪জি বিএসএনএল সিম পাবেন ইউজাররা। আপাতত কেরল অঞ্চলে এই অফার চালু হয়েছে। তবে আগামী দিনে অন্যান্য সার্কেলেও বিএসএনএলের এই অফার চালু হবে বলে মনে করা হচ্ছে। বিএসএনএল কর্তৃপক্ষ এও জানিয়েছেন যে, ইউজাররা অন্য নেটওয়ার্ক থেকে বিএসএন কানেকশনে স্থানান্তরিত হতে পারবেন ১০০ টাকার বেশি যেকোনও রিচার্জ করে। আর কোনও অতিরিক্ত খরচ লাগবে না।
এর পাশাপাশি এও জানা গিয়েছে যে, নতুন গ্রাহকদের পাশাপাশি এমপিএন পোর্ট-ইন কাস্টোমাররাও বিএসএনএলের এই ফ্রি ৪জি সিম পাবেন। গত এপ্রিল মাসে প্রথম এই অফার চালু হয়েছিল। প্রাথমিক ভাবে বিএসএনএল সংস্থা এ নিয়ে বিশেষ আলোচনা করে। কার্যত চুপচাপ ভাবেই চলছিল এই অফার। তবে এবার ডিসেম্বর পর্যন্ত এই অফার চালু থাকবে বলে বেশ সাড়া জাগিয়ে সেই ঘোষণা করেছে বিএসএনএল কর্তৃপক্ষ। বিএসএনএলের ৪জি সিমকার্ডের দাম ২০ টাকা। আপাতত নতুন ইউজার এবং MNP Port In গ্রাহকদের এই টাকা দিতে হবে না। তার পরিবর্তে ফ্রিতেই সিম পাবেন ইউজাররা। তবে এর জন্য প্রথম রিচার্জ কুপন ১০০ টাকার বেশি হতে পারে।
আরও পড়ুন : BSNL 4G SIM Offer: বাড়ল মেয়াদ, ৩১ ডিসেম্বর পর্যন্ত পাওয়া যাবে বিএসএনএলের ফ্রি ৪জি সিম