জম্মু: কাশ্মীরের (kashmir) ১৬ টি জায়গায় হানা দিন কেন্দ্রীয় তন্দন্তকারী সংস্থা বা এনআইএ (National Investigating Agency)। জঙ্গি কার্যকলাপ রোধে বিশেষভাবে প্রশিক্ষিত তদন্তকারী সংস্থার দল ‘ভয়েস অব হিন্দ’ সংক্রান্ত মামলায়, শ্রীনগর, বারামুল্লা, অনন্তনাগ, কুলগম সহ মোট ৯ টি জায়গায় অভিযান চালিয়েছে।
দেশে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধির লক্ষ্যে ২০২০ সালের ফেব্রুয়ারি মাস থেকে ভারত কেন্দ্রিক অনলাইন ম্যাগাজিন ‘ভয়েস অব হিন্দ’ প্রকাশিত হচ্ছে। তদন্তকারী সংস্থা সূত্রে খবর উপত্যকার মুসলিম যুব সমাজকে আগ্রাসী করে তোলার লক্ষ্য নিয়ে এই পত্রিকা প্রকাশ করা হচ্ছিল। পত্রিকা প্রকাশের কুখ্যাত জঙ্গি সংগঠন আইসিস (ISIS) রয়েছে বলেই জানতে পেরেছে গোয়েন্দারা।
রবিবার, এনআইএর গোয়েন্দারা হাসান কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মরত, আরিপরা জিয়ানের বাসিন্দা নয়ীম আহমেদ ভাটের বাড়িতে হানা দেন। এর পর মুস্তাক আহমেদ ডর নামের অপর এক সন্দেভাজন ব্যক্তির বাড়িতে হানা দেন এনআইএ গোয়েন্দারা। দুই সন্দেহভাজনের বাড়ি থেকে মোট পাঁচটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।
গোয়েন্দা সংস্থা সুহেল আহমেদ নামক এক ব্যক্তির বাড়িতে হানা দেন। সেই সূত্র ধরেই বাহরুদ্দিন সাহেব নওহাটা নামে এক ব্যক্তি আটক করেছে এনআইএর তদন্তকারী আধিকারিকরা। সেখান থেকে একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে।
ক্রীড়া সামগ্রী ব্যবসার সঙ্গে যুক্ত পারভেজ জরাবির বাড়িতেও হানা দিয়েছেন তদন্তকারী দল। এরপর শ্রীনগর, সোপর, অনন্তনাগ সহ আরও সাতটি জায়গায় যায় এনআইএ। সূত্রের খবর ‘দ্য রেজিস্টেন্ট ফ্রন্টের’ (The Resistence Front) বিষয়ে যাবতীয় তথ্য সংগ্রহ হঠাৎ করে এনআইএ অভিযানের অন্যতম কারণ। এই সংগঠনের সঙ্গে লস্কর ই তইবা, হিজবুল মুজাহিদিন ও জইস ই মহম্মদের মতো কুখ্যাত জঙ্গি গোষ্ঠী গুলির যোগাযোগ রয়েছে। টিআরএফ (TRF) কমান্ডার সাজ্জাদ গুলের শ্রীনগরের বাড়িতেও হানা দিয়েছে এনআইএ।
টিআরএফ মামলাটি জম্মুর ভাটিন্ডিতে ৫ কেজি বিস্ফোরক (explosive) উদ্ধারের ঘটনার সঙ্গে সম্পর্কিত। এনআইএর কাছে খবর ছিল জম্মু ও কাশ্মীরে আইইডি বিস্ফোরণের পরিকল্পনা করছে জঙ্গি সংগঠন লস্কর – ই – তইবা।
জম্মু কাশ্মীর পুলিশ (Jammu Kashmir Police) শেষ এক সপ্তাহে বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৫৭০ জনকে গ্রেফতার করেছে।প্রসঙ্গত উল্লেখ্য, গত সপ্তাহেই উপত্যকায় নাগরিকদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।
আরও পড়ুন Travel: দু’দিন ছুটি কাটিয়ে আসুন চা বাগানে ঘেরা দুটি অফবিট জায়গা থেকে!
আরও পড়ুন Weather Update: ঝিরঝিরে বৃষ্টি চতুর্থীতে, পুজোর কোন দিন থেকে শুরু নিম্নচাপের আসল খেলা?