Vande Bharat Express: বন্দে ভারত এক্সপ্রেসের গতি কি কমিয়ে দেওয়া হবে?

ঈপ্সা চ্যাটার্জী |

Nov 29, 2024 | 2:27 PM

Indian Railways: সংসদের চলতি  শীতকালীন অধিবেশনেই লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান যে দেশে মোট ১৩৬টি বন্দে ভারত এক্সপ্রেস চলছে। বন্দে ভারত ট্রেনে বসানো হয়েছে কবচ সিস্টেম।

Vande Bharat Express: বন্দে ভারত এক্সপ্রেসের গতি কি কমিয়ে দেওয়া হবে?
বন্দে ভারত এক্সপ্রেস।
Image Credit source: Getty Image

Follow Us

নয়া দিল্লি: দেশজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। দ্রুতগতির, প্রিমিয়াম ট্রেন বলতেই সবার মাথায় প্রথমেই আসে বন্দে ভারতের কথা। তার পরিষেবাও বিশ্বমানের। বন্দে ভারত নিয়েই এবার সংসদে যাবতীয় প্রশ্নের উত্তর দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

সংসদের চলতি  শীতকালীন অধিবেশনেই লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান যে দেশে মোট ১৩৬টি বন্দে ভারত এক্সপ্রেস চলছে। বন্দে ভারত ট্রেনে বসানো হয়েছে কবচ সিস্টেম। দ্রুতগতির এই ট্রেনে অটোমেটিক প্লাগ ডোর, সম্পূর্ণ সিল করা গ্যাঙ্গওয়ে যেমন রয়েছে, তেমনই মিনি প্যান্ট্রির সুবিধাও রয়েছে, যেখানে বোতল কুলার, ডিপ ফ্রিজার, গরম জল বয়লার রয়েছে।

বিরোধী সাংসদরা লোকসভায় প্রশ্ন করেছিলেন যে এত বন্দে ভারত ট্রেন চালু করার পিছনে কারণ কী? কত যাত্রী হয় তাতে? কী কী সুবিধাই বা পান যাত্রীরা। এই প্রশ্নেরই উত্তর দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “মহারাষ্ট্রে বর্তমানে ২২টি বন্দে ভারত এক্সপ্রেস চলছে। দিল্লি-কাঠগোদাম সেক্টরে তিনটি মেইল/এক্সপ্রেস ট্রেন রয়েথে। এর পাশাপাশি আরও একটি বন্দে ভারত আনা হচ্ছে এই রুটে।”

কেন্দ্রীয় মন্ত্রী জানান, বন্দে ভারতের গতি কমানোর কোনও প্রস্তাব বা পরিকল্পনা নেই। যাত্রী সংখ্যা তিনি বলেন, “বছরের সবসময় একই সংখ্যক যাত্রী হয় না ট্রেনে। তবে জনপ্রিয় রুটে, কম স্টপেজে ট্রেন চালানো হয়। ২০২৪-২৫ সালেরর অক্টোবর পর্যন্ত বন্দে ভারতে সার্বিক অকুপেন্সি বা যাত্রী হার ১০০ শতাংশের বেশিই ছিল।”

Next Article