Love Affair: বিয়ের জন্য প্রেমিকের সঙ্গে পালিয়েছিলেন, তার পর যা ঘটল যুবতীর সঙ্গে

Uttar Pradesh: ওই যুবতী পুলিশকে জানিয়েছেন, অভিযুক্তের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। অভিযুক্ত তাঁকে বিয়ে করার প্রতিশ্রতিও দিয়েছিলেন।

Love Affair: বিয়ের জন্য প্রেমিকের সঙ্গে পালিয়েছিলেন, তার পর যা ঘটল যুবতীর সঙ্গে
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Sep 03, 2022 | 4:00 AM

লখনউ: এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এক যুবতীর। কিন্তু সে কথা বাড়িতে জানাতে পারেননি তিনি। বাড়িতে প্রেমের সম্পর্ক মেনে নেবে না বলেই তা গোপন করেছিলেন তিনি। কিন্তু তা সত্ত্বেও ওই প্রেমিককেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন ওই যুবতী। সে কথা জানিয়েও ছিলেন নিজের প্রেমিককে। প্রেমিক তাঁকে বলেছিলেন বাড়ি থেকে পালিয়ে আসার সময় কিছু গয়না, টাকা নিয়ে আসতে। সেই মতো পরিকল্পনা করেন ওই যুবতী। এবং বাড়িতে থেকে টাকা, গয়না নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। কিন্তু প্রেমের পরিণতির স্বপ্ন মধুর হয়নি তাঁর। বাড়ি থেকে পালিয়ে প্রেমিক তাঁকে নিয়ে যায় দূরের নির্জন জায়গায়। সেখানে গিয়ে বাড়ি থেকে আনা টাকা, গয়না ছিনিয়ে নেয় প্রেমিক। বাধা দিলে ছুরির চালিয়ে দেয় যুবতীর পেটে। তার পর গয়না, টাকা নিয়ে চম্পট দেয়। আহত অবস্থায় ওই যুবতী এখন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের সরাই আকিল থানা এলাকায়। অভিযুক্ত প্রেমিকের খোঁজ চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ওই যুবতী পুলিশকে জানিয়েছেন, অভিযুক্তের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। অভিযুক্ত তাঁকে বিয়ে করার প্রতিশ্রতিও দিয়েছিলেন। সেই মতো বাড়ি থেকে পালিয়ে আসেন তিনি। আসার সময় গয়না, টাকা নিয়ে এসেছিলেন। তা নিয়ে পালিয়েছেন অভিযুক্ত প্রেমিক।

ঘটনা নিয়ে সরাই আকিল থানার স্টেশন হাউস অফিসার সুনীল কুমার জানিয়েছেন, নির্জন স্থানে নিয়ে গিয়ে ওই যুবতীর থেকে গয়না, টাকা কেড়ে নেয় এবং তাঁকে ছুরি মেরে পালিয়ে যায়। অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁর খোঁজও চালানো হচ্ছে।