‘নিজামুদ্দিন ও কুম্ভমেলার মধ্যে তুলনা চলে না’, সংক্রমণ নিয়ে সাফাই মুখ্যমন্ত্রীর

ঈপ্সা চ্যাটার্জী |

Apr 14, 2021 | 10:34 AM

গতবছর গোটা দেশজুড়ে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার জন্য দায়ী করা হয়েছিল দিল্লির নিজামুদ্দিনের ধর্মীয় সম্মেলনকে। বছর ঘুরতেই করোনা সংক্রমণের মাঝেই আয়োজন করা হয়েছে কুম্ভমেলার।

নিজামুদ্দিন ও কুম্ভমেলার মধ্যে তুলনা চলে না, সংক্রমণ নিয়ে সাফাই মুখ্যমন্ত্রীর
তিরথ সিং রাওয়াত। ছবি:PTI

Follow Us

দেহরাদুন: গতবছরে দেশজুড়ে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার জন্য দায়ী করা হয়েছিল নিজামুদ্দিন মরকজ সম্মেলনকে। জল গড়িয়েছিল সুপ্রিম কোর্ট অবধি। বছর ঘুরতেই ফের একবার মাথাচাড়া দিয়ে উঠেছে করোনা সংক্রমণ। গত বছরের রেকর্ডও ভাঙছে দৈনিক আক্রান্তের সংখ্যা। এ দিকে এই পরিস্থিতিতেও চলছে কুম্ভ মেলা। করোনাকালে দুই ধর্মীয় অনুষ্ঠানের তুলনা টানতেই ক্ষোভ প্রকাশ করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত। তাঁর সাফ কথা, কুম্ভ মেলার সঙ্গে নিজামুদ্দিনের তুলনা করা চলে না।

মঙ্গলবার একটি অনুষ্ঠানে তিনি বলেন, “কুম্ভ ও মরকজের মধ্যে তুলনা করাই উচিত নয়। মরকজ একটি আবদ্ধ জায়গায় অনুষ্ঠিত হয়েছিল। সেখানে কুম্ভের আয়োজন গঙ্গার ঘাটের মতো খোলামেলা জায়গায় হচ্ছে।” একইসঙ্গে তিনি বলেন, “কুম্ভ মেলায় যারা অংশ নিতে আসছেন, তারা কেউ বাইরের লোক নয়। সকলেই নিজেদের মানুষ। নিজামুদ্দিনে তো ভিন দেশ থেকেও লোক সামিল হয়েছিল।”

গতবছরের তুলনায় এই বছর যেখানে সংক্রমণের হার অধিক, সেখানে দুই পরিস্থিতি ভিন্ন কীভাবে, প্রশ্ন করা হলে তিরথ সিং রাওয়াত জানান, গতবছর যখন করোনা সংক্রমণ শুরু হয়েছিল, তখন সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছিল না। কী কী স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত, সেই বিষয়েও সাধারণ মানুষ জানতেন না। কিন্তু বিগত এক বছরে সাধারণ মানুষ অনেকটাই সচেতন হয়েছেন। তারা করোনা ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি সম্পর্কেও জানেন।

করোনা পরিস্থিতিতে সমস্ত বিধিনিষেধ মেনেই কুম্ভমেলার আয়োজন করাটাই সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল বলে জানান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। তাঁর মতে, সাধারণ মানুষের স্বাস্থ্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনই আবার ধর্মীয় বিশ্বাসকেও সম্পূর্ণরূপে অদেখা করে রাখা যায় না। রাওয়াত বলেন, “আক্রান্তের সংখ্যা অবশ্যই বৃদ্ধি পেয়েছে, তবে আমরা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা মেনেই চলছি এবং রাজ্যে সুস্থতার হারও আশাজনক। করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও রয়েছে।”

মেলা প্রাঙ্গণে আগত দর্শনার্থীদের মাস্ক ও স্যানিটাইজার বিতরণ, হরিদ্বারের বিভিন্ন জায়গায় স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও করা হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন: বাংলা-সহ ৫ রাজ্যে রেকর্ড সংক্রমণ! উপায় খুঁজতে রাজ্যপালদের সঙ্গে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী

Next Article