Lakhimpore Violence: ‘সুপ্রিম’ শুনানির আগেই লখিমপুরের ঘটনায় তদন্ত কমিশন গঠন যোগী সরকারের

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Oct 07, 2021 | 5:17 PM

Lakhimpur Violence, এডিজি আইন শৃঙ্খলা জানিয়েছেন, "সরকারি আধিকারিকরা কৃষক সংগঠনের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। এই ঘটনার বিস্তারিত তদন্ত করা হবে এবং যাঁরা দোষী সাব্যস্ত হবেন তাদের কঠোর শাস্তি দেওয়া হবে। এখন প্রাথমিকভাবে ময়নাতদন্ত ও পঞ্চনামা প্রস্তুত করা হচ্ছে"

Lakhimpore Violence: সুপ্রিম শুনানির আগেই লখিমপুরের ঘটনায় তদন্ত কমিশন গঠন যোগী সরকারের
লখিমপুর খেরির ঘটনায় গ্রেফতার আরও চার। ফাইল ছবি।

Follow Us

লখনউ: লখিমপুর ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে মামলা করছে সুপ্রিম কোর্ট। বুধবার ‘সুপ্রিম’ শুনানির ঠিক আগেই তড়িঘড়ি এই তদন্তের বিষয়ে কমিশন গঠন করল উত্তর প্রদেশ সরকার। এই ঘটনার তদন্ত করবে এলাহাবাদ হাই কোর্টের (Allahabad High Court) অবসরপ্রাপ্ত বিচারপতি প্রদীপ কুমার শ্রীবাস্তবের নেতৃত্বাধীন তদন্ত কমিটি। একটি নির্দেশিকা জারি করে ওই কমিটিকে দু’মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ইতিমধ্যেই লখিমপুর খেরির (Lakhimpur Kheri) ঘটনায় মৃতদের পরিবারকে ৪৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছে উত্তর প্রদেশ সরকার।

রবিবারে লখিমপুরে মর্মান্তিক ঘটনায় দুটি এফআইআর দায়ের করা হয়েছে। জানা যায়, এ দিন উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যকে ( Deputy Chief Minister Keshav Prasad Maurya) কেন্দ্র করে বিতর্কিত তিনটি কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন একদল কৃষক। সেই সময় আন্দোলনরত কৃষকদের ওপর দুটি এসইউভি গাড়ি চলে যায়। এই ঘটনায় ৮ জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে ৪ জন কৃষক ছিলেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর (Union Minister of State for Home Ajay Mishra) ছেলে, আশীষ মিশ্রর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।

কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েতের ( Rakesh Tikait) উপস্থিতিতে উত্তর প্রদেশ পুলিশের এডিজি আইন শৃঙ্খলা রাকেশ কুমার ক্ষতিপূরণ ও তদন্ত কমিটি তৈরি করার কথা ঘোষণা করেন। এডিজি আইন শৃঙ্খলা জানিয়েছেন, “সরকারি আধিকারিকরা কৃষক সংগঠনের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। এই ঘটনার বিস্তারিত তদন্ত করা হবে এবং যাঁরা দোষী সাব্যস্ত হবেন তাদের কঠোর শাস্তি দেওয়া হবে। এখন প্রাথমিকভাবে ময়নাতদন্ত ও পঞ্চনামা প্রস্তুত করা হচ্ছে”।

যোগী সরকারের অতিরিক্ত মুখ্যসচিব অবনীশ অবস্থি (Additional Chief Secretary, Home, Awanish Awasthi)আহতদের ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন। তিনি জানিয়েছেন, কৃষকদের সঙ্গে আলোচনায় হয়। তাতে সিদ্ধান্ত নেওয়া হয়, মৃতদের পরিবারকে ৪৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে সরকার। এর পাশাপাশি পরিবারের একজনকে সরকারি চাকরির বন্দোবস্ত করে দেওয়া হবে। আহতদের পরিবারকে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে এবং একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে ঘটনা বিস্তারিত তদন্ত করাবে সরকার।”

সংযুক্ত কিষাণ মোর্চার তরফে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে (President Ram Nath Kovind) চিঠি লিখে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার আবেদন করা হয়েছে এবং তাঁর ছেলের বিরুদ্ধে খুনের মামলা রুজু করার আবেদন জানানো হয়েছে। কেন্দ্রের বিতর্কিত কৃষি আইন নিয়ে কৃষকদের বিদ্রোহ শুরু হওয়ার পর এই প্রথম এত বড় ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল দেশ।

 

আরও পড়ুন Durgapuja Guidelines: ‘পুজোয় মানা হচ্ছে না বিধি নিষেধ’, এজি-কে তলব হাইকোর্টের

আরও পড়ুন Corona Outbreak: চিন্তা বাড়াল দেশের করোনা সংক্রমণ, মৃত্যু বেড়ে ৩১৮

Next Article