Corona Outbreak: চিন্তা বাড়াল দেশের করোনা সংক্রমণ, মৃত্যু বেড়ে ৩১৮

India Corona Cases: গত ২৪ ঘণ্টায় ভারতে (India) নতুন করে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৪৩১ জন।

Corona Outbreak: চিন্তা বাড়াল দেশের করোনা সংক্রমণ, মৃত্যু বেড়ে ৩১৮
দেশের করোনা সংক্রমণ স্থিতিশীল প্রতীকী চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 07, 2021 | 10:48 AM

নিউ দিল্লি: সামনেই উৎসবের মরশুম । একের পর উৎসব পালিত হবে দেশজুড়ে। এর মধ্যে ফের চিন্তার কারণ সংক্রমণ। পরপর কিছুদিন আক্রান্তের সংখ্যা ২০ হাজারের নিচে থাকার পর আবারও বাড়ল করোনা(Corona) গ্রাফ। গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২০ হাজার ছাড়িয়ছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে (India) নতুন করে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৪৩১ জন। গতকাল সেই সংখ্যাটা ছিল ১৮ হাজার ৮৩৩ জন। এদিকে আবার করোনাকে হারিয়ে দেশে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠার সংখ্যা সামান্য কমেছে। ২৪ হাজার ৬০২ জন সুস্থ হয়ে উঠেছেন।

এদিকে, গতকাল পর্যন্ত ওঠা-নামা করছিল মৃত্যুর গ্রাফ। দেশে একদিনে মৃতের সংখ্যাও স্থিতিশীল নয়। গত একমাস যাবত সেই সংখ্যাটা কখনও বড়ে ৩০০-র গণ্ডি ছুঁয়েছে। কখনও বা কমে ২০০ ঘোরাফেরা করেছে। তবে গত ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু বেড়ে ৩১৮ হয়েছে।

উৎসবের মরশুমে কেরলে বেড়ে গিয়েছিল আক্রান্তের সংখ্যা। বিগত কিছুদিন পর সেই সংখ্যা একধাক্কায় হ্রাস পেয়েছিল। এর দেখা যাচ্ছে কেরলে ফের বেড়েছে আক্রান্তের গ্রাফ। এখনও দেশে প্রথম স্থানে রয়েছে কেরল। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৬১৬ । এর আগে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছিল। কিন্তু পুনরায় সংখ্যাটা বেড়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত সামান্য বেড়ে গিয়েছে। সেখানে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪০১ জন। অন্যদিকে, তামিলনাড়ুতেও বেড়ে গিয়েছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্তে হয়েছেন ১ হাজার ৪৩২ জন। চতুর্থস্থানে থাকা কর্নাটকে আক্রান্তের সংখ্যা কমে দাঁড়াল ৫২৩ জন।

আক্রান্তের নিরিখে দেশের মধ্যে সপ্তম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। বিগত কয়েকদিন ৬০০আশেপাশে থাকার পর আজ ফের ৭০০ ছাড়াল আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্ত হয়েছেন ৭৮৬ জন। সরকারি তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ৮৬৩জনের।

এদিকে, উত্তর প্রদেশের মতো বড় রাজ্যে কিন্তু সংক্রমণের রিপোর্ট অনেকটাই কম। গোটা রাজ্যে দৈনিক মোট আক্রান্ত হয়েছেন মাত্র ৯ জন। বিগত দু’সপ্তাহ ধরে এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩৩ এর নীচেই রয়েছে। তবে মোট মৃতের সংখ্যা ২২ হাজারের আশে পাশেই ঘোরাঘুরি করছে। অন্যদিকে, রাজধানী দিল্লিতে আক্রান্ত হয়েছেন ২৬ জন। অন্যদিকে, গত কয়েকদিন ধরে ভাবাচ্ছিল মিজ়োরামের সংক্রমণের গ্রাফ। এখনও সেই রাজ্যে আক্রান্তের সংখ্যা ভাবাচ্ছে দেশকে। গত ২৪ ঘণ্টায় ফের আক্রান্ত বেড়ে হয়েছে ১ হাজার ৩০২ জন। টিকাকরণের হার বাড়িয়ে করোনা সংক্রমণকে নিয়ন্ত্রেণে রাখার চেষ্টা চলছে দেশজুড়ে। এখনও পর্যন্ত দেশে মোট ৯২ কোটি ১৭ লক্ষের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৩ লক্ষ ৯ হাজার ৫২৫ জনের টিকা হয়ে গিয়েছে।

আরও পড়ুন: Raiganj: খেলার মাঝেই আচমকা বন্ধুর পেটে অস্ত্র ঢুকিয়ে দিল কিশোর! কারণ জেনে স্তম্ভিত সঙ্গীরা