‘সফর বাতিল করুন’, করোনা রুখতে পর্যটকদের কাছে আর্জি বারাণসী প্রশাসনের

কাশী বিশ্বনাথ, সঙ্কটমোচন ও অন্নপূর্ণা মন্দিরে আগত দর্শনার্থীদের করোনার নেগেটিভ রিপোর্ট দেখানোর নিয়ম জারি করা হয়েছে।

'সফর বাতিল করুন', করোনা রুখতে পর্যটকদের কাছে আর্জি বারাণসী প্রশাসনের
বিকেল চারটের পর প্রবেশ করা যাবে না গঙ্গার ঘাটেও। ছবি:PTI
Follow Us:
| Updated on: Apr 15, 2021 | 11:26 AM

বারাণসী: গোটা রাজ্যেই বেড়েছে করোনা সংক্রমণ। হাসপাতালে করোনা পরীক্ষা ও টিকা নেওয়ারও লম্বা লাইন। এই পরিস্থিতিতে সংক্রমণ যাতে আরও ভয়াবহ রূপ ধারণ না করে, সেই জন্য বারাণসীতে দর্শনার্থীদের আসতে বারণ করল জেলা প্রশাসন।

একদিকে যখন করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মাঝেও মহাকুম্ভের আয়োজন করায় সমালোচনার ঝড় উঠেছে, সেখানেই সংক্রমণ রুখতে বারাণসীর এই পদক্ষেপের প্রশংসাও করেছেন অনেকে। বারাণসীর জেলাশাসক কৌশল রাজ শর্মা একটি নির্দেশিকা জারি করে বলেন, “সমস্ত অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক যাত্রীরা, যাঁরা বারাণসী আসার পরিকল্পনা করছিলেন, তাঁদের অনুরোধ করা হচ্ছে যে বাড়তি করোনা সংক্রমণের কারণে এই মাসের জন্য সফরসূচি বাতিল করুন।”

জেলাশাসক জানান, কাশী বিশ্বনাথ, সঙ্কটমোচন ও অন্নপূর্ণা মন্দিরে আগত দর্শনার্থীদের করোনার নেগেটিভ রিপোর্ট দেখানোর নিয়ম জারি করা হয়েছে। এই রিপোর্ট তিনদিনের বেশি পুরনো হলে গ্রহণ করা হবে না। এছাড়াও যাঁরা বারাণসীতে ঘুরতে আসছেন, তাঁদেরও বাধ্যতামূলকভাবে করোনার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে।

বুধবারই কেবল বারাণসীতে করোনা আক্রান্ত হয়েছিলেন ১৫০০-রও বেশি মানুষ। এই পরিস্থিতিতে ভিন রাজ্যের দর্শনার্থীরা এলে সংক্রমণ বৃদ্ধি পেতে পারে বলেই আশঙ্কা জেলা প্রশাসনের। পার্শ্ববর্তী জেলার বাসিন্দাদেরও ব লা হয়েছে, একান্তই প্রয়োজন না হলে বারাণসীতে যেন যাতায়াত না করা হয়।

সংক্রমণ বৃদ্ধির কারণে ইতিমধ্যেই বারাণসী, লখনউ, প্রয়াগরাজ সহ একাদিক শহরে নৈশ কার্ফু জারি করা হয়েছে। এছাড়াও গঙ্গার ঘাটে বিকেল চারটে থেকে ভোর ছটা অবধি প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুন: বেডের ঘাটতি মেটাতে পাঁচতারা হোটেলে চিকিৎসা হবে করোনা রোগীদের

ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে