Venomous sea creatures: জনপ্রিয় সমুদ্র সৈকতে ঘুরছে বিষাক্ত প্রাণী, আতঙ্কে পর্যটকরা

Sea Beach: সৈকতের বালুচরে সেই সব বিষাক্ত প্রাণীদের ঘুরে বেড়ানোয় আতঙ্ক তৈরি হয়েছে পর্যটকদের মধ্যে। অচেনা প্রাণীদের দেখে ছুটে গেলেও, বন দফতরের ঘোষণায় স্থানীয় প্রশাসন প্রচার চালাচ্ছে সেই বিচে। এর জেরে ঘুরতে গিয়ে আতঙ্কে পর্যটকরা। এই বুঝি বিষাক্ত প্রাণী হানা দেবে, সমুদ্রস্নানে নেমে এই আতঙ্কও ঘুরছে তাঁদের মনে।

Venomous sea creatures: জনপ্রিয় সমুদ্র সৈকতে ঘুরছে বিষাক্ত প্রাণী, আতঙ্কে পর্যটকরা
প্রতীকী ছবিImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Dec 22, 2023 | 6:45 PM

চেন্নাই: বঙ্গোপসাগরের সমুদ্র সৈকতে। সারা বছর পর্যটকদের ভিড় লেগেই থাকে এই বিচে। সেখানেই ঘুরতে দেখা যাচ্ছে একাধিক বিষাক্ত প্রাণীকে। সৈকতের বালুচরে সেই সব বিষাক্ত প্রাণীদের ঘুরে বেড়ানোয় আতঙ্ক তৈরি হয়েছে পর্যটকদের মধ্যে। অচেনা প্রাণীদের দেখে ছুটে গেলেও, বন দফতরের ঘোষণায় স্থানীয় প্রশাসন প্রচার চালাচ্ছে সেই বিচে। এর জেরে ঘুরতে গিয়ে আতঙ্কে পর্যটকরা। এই বুঝি বিষাক্ত প্রাণী হানা দেবে, সমুদ্রস্নানে নেমে এই আতঙ্কও ঘুরছে তাঁদের মনে।

ঘূর্ণিঝড় এবং ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে চেন্নাইয়ে। এই পরিস্থিতিতেই আতঙ্ক বাড়িয়েছে অজানা প্রাণী। সেখানকার সমুদ্রসৈকতে আছড়ে পড়ছে বলু বাটনস, ব্লু সি ড্রাগনের মতো বিভিন্ন বিষাক্ত প্রাণী। এই সব প্রাণীর মৃতদেহ ভেসে এসেছে সৈকতের বালুচরে। এ রকম ৫০টিরও বেশি প্রাণীর দেখা মিলেছে। চেন্নাইয়ের বিচে এই ঘটনা মোটেই সচরাচর দেখা যায় না। যার জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও বাড়ছে আতঙ্ক।

এ বিষয়ে রামকুমার নামের এক স্থানীয় বাসিন্দা বলেছেন, “ব্রোকেন ব্রিজ এবং আস্থালক্ষ্মী মন্দিরের কাছে সমুদ্র সৈকতে প্রচুর অজানা প্রাণী দেখা যাচ্ছে। এদের মধ্যে অনেক প্রাণী মৃত।” ৫০টিরও বেশি এ রকম প্রাণী তিনি দেখেছেন বলেও জানিয়েছেন ওই চেন্নাইবাসী। ঘটনা নিয়ে নড়ে চড়ে বসেছে তামিলনাড়ুর বন দফতর। সেখানকার ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন প্রশান্ত ই বলেছেন, “জনগণের জন্য ইতিমধ্যেই সতর্কবার্তা দেওয়া হয়েছে। সৈকতে ভেসে আসা এই সব প্রাণী খুবই বিষাক্ত।” সাইক্লোনের জেরেই এই সব প্রাণী ভেসে এসেছে বলে মনে করছেন ওই বন্যপ্রাণ আধিকারিক। ওই সব প্রাণীকে ছুঁয়ে না দেখাই ভাল বলেও সতর্কবার্তা দিয়েছেন তিনি।