Mithun Chakraborty: ‘ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন’, মিঠুনকে খুনের হুমকি দিল লরেন্সের ‘বন্ধু’ পাকিস্তানি গ্যাংস্টার!
Mithun Chakraborty Gets Death Threat: জানা গিয়েছে, দুবাইয়ে বসবাসকারী পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদ ভাটি সরাসরি মিঠুন চক্রবর্তীকে প্রাণে মারার হুমকি দিয়েছেন। মিঠুনের এই বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে বলেই দাবি করেছে ওই গ্যাংস্টার।
নয়া দিল্লি: সলমন, শাহরুখের পর এবার খুনের হুমকি মিঠুন (Mithun Chakraborty)-কে। তাও আবার পাকিস্তানি গ্যাংস্টার প্রাণে মারার হুমকি দিলেন মিঠুনকে। জানা গিয়েছে, প্রবীণ অভিনেতা তথা বিজেপি নেতাকে খুনের হুমকি দিয়েছে পাকিস্তানের গ্যাংস্টার শাহজাদ ভাটি। এই ভাটি আবার জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত।
সূত্রের খবর, সম্প্রতিই কলকাতায় বিজেপির সদস্যপদ অভিযান সভায় বিতর্কিত মন্তব্য করেছিলেন বর্ষীয়ান অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তৃণমূল নেতা হুমায়ুন কবিরের সাম্প্রদায়িক উসকানিমূলক মন্তব্যের পাল্টা জবাবেই মাটিতে পুঁতে দেওয়ার হুংকার দিয়েছিলেন মিঠুন। এর প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে জোড়া এফআইআর-ও দায়ের হয়। এবার সেই মন্তব্যের জেরেই প্রাণনাশের হুমকিও পেলেন মিঠুন।
জানা গিয়েছে, দুবাইয়ে বসবাসকারী পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদ ভাটি সরাসরি মিঠুন চক্রবর্তীকে প্রাণে মারার হুমকি দিয়েছেন। মিঠুনের এই বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে বলেই দাবি করেছে ওই গ্যাংস্টার। ১০-১৫ দিনের মধ্যে ক্ষমা না চাইলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন শাহজাদ ভাটি।
পাক গ্যাংস্টার দুটি ভিডিয়োও পোস্ট করেছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, ভাটি মিঠুনকে ১০-১৫ দিনের মধ্যে ক্ষমা চাইতে বলছেন। অপর ভিডিয়োয় মিঠুনের ওই বিতর্কিত মন্তব্যের ভিডিয়ো পোস্ট করেন। সেই ভিডিয়োয় ভয়েস ওভারে বলা হচ্ছে, এই মন্তব্যের জন্য যদি মিঠুন ক্ষমা না চান, তবে চরম মাশুল দিতে হবে।
হুমকি বার্তায় পাকিস্তানি গ্যাংস্টার বলেছেন, “আপনি আমাদের (মুসলিম) ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। যখন আপনার সিনেমা ফ্লপ করেছে, তখনও মুসলিমরা আপনাকে সম্মান করেছে এবং সমর্থন জানিয়েছে। আপনার মতো বয়সে অনেকেই এমন কিছু বলে ফেলেন, যা নিয়ে পরে পস্তান। আপনাকেও ক্ষমা চাইতে হবে, নাহলে চরম মাশুল দিতে হবে।”
সিনেমার মতো হুমকি নয় এটা, তাও মনে করিয়ে দিয়েছেন শাহজাদ। বলেছেন, “এটা সিনেমা নয়, এটা বাস্তব জীবন। আমি ভিডিয়োয় কাউকে হুমকি দিই না। এমন কোনও যুদ্ধে জড়াবেন না যেখানে জিততে পারবেন না।”