Jagdeep Dhankhar: রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে বিশেষ অতিথি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়
King Charles III Coronation: মঙ্গলবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, আগামী ৫ ও ৬ তারিখ ব্রিটেন সফরে যাচ্ছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। আগামী ৬ মে ব্রিটেনের রাজা হিসাবে তৃতীয় চার্লস ও কুইন কনসর্ট হিসাবে তাঁর স্ত্রী ক্য়ামিলা শপথ গ্রহণ করবেন।
লন্ডন: ২০২২ সালের ৯ সেপ্টেম্বর ব্রিটেনের রাজপরিবারে নেমে আসে শোকের ছায়া। প্রয়াত হন রানি দ্বিতীয় এলিজাবেথ। আর রানির মৃত্যুর পরই ৭৩ বছর বয়সে রাজার গদি পান তৃতীয় চার্লস। রাজা হওয়ার আট মাস পরে অবশেষে তাঁর রাজ্যাভিষেক হতে চলেছে। আগামী ৬ মে ব্রিটেনের রাজা হিসাবে শপথ নেবেন তৃতীয় চার্লস। তাঁর রাজ্যাভিষেকে আমন্ত্রণ জানানো হয়েছে দেশ-বিদেশের বিভিন্ন বিশিষ্টজনদের। রাজ্যাভিষেকে আমন্ত্রণ পেয়েছে ভারতও। ব্রিটেনের রাজার শপথ গ্রহণে ভারতীয় সরকারের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। জানা গিয়েছে, আগামী ৬ মে লন্ডনের ওয়েস্টমিনস্টারে রাজ্যাভিষেক হতে চলেছে রাজা তৃতীয় চার্লসের। সেই অনুষ্ঠান উপলক্ষেই দুই দিনের জন্য ব্রিটেন যাচ্ছেন জগদীপ ধনখড়।
মঙ্গলবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, আগামী ৫ ও ৬ তারিখ ব্রিটেন সফরে যাচ্ছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। আগামী ৬ মে ব্রিটেনের রাজা হিসাবে তৃতীয় চার্লস ও কুইন কনসর্ট হিসাবে তাঁর স্ত্রী ক্য়ামিলা শপথ গ্রহণ করবেন। সেই অনুষ্ঠানেই আমন্ত্রিত ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন উপরাষ্ট্রপতি।
বিদেশ মন্ত্রকের তরফে জগদীপ ধনখড়ের এই সফরের কথা ঘোষণা করে বলা হয়েছে, “ভারত ও ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং গণতন্ত্র, আইনের শাসন সহ একাধিক বিষয়ে মিল রয়েছে।”
উল্লেখ্য়, এর আগে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যেও আমন্ত্রিত ছিল ভারত। সেই সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ব্রিটেনে গিয়েছিলেন এবং রানির মৃত্যুতে শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছিলেন।
প্রসঙ্গত, ১৯৫৩ সালে শেষবার ব্রিটেনে রাজ্যাভিষেক অনুষ্ঠান হয়েছিল। সেই সময় রানি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন দ্বিতীয় এলিজাবেথ। রানির মৃত্যুর পর এই প্রথম ব্রিটেনের রাজপরিবারে বড় অনুষ্ঠান হতে চলেছে।