VIDEO: এই রাস্তায় বাস চালাতে চালকের যতটা বুকে সাহস লেগেছে, ভিডিয়োটা দেখতে ততটাই সাহস লাগবে আপনার

Himachal Pradesh: ভয়ঙ্কর সুন্দর। একদিকে রয়েছে প্রকৃতির সৌন্দর্য। অন্যদিকে, প্রতি মুহূর্তে গা ছমছমে রোমাঞ্চ। সোশ্য়াল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।

VIDEO: এই রাস্তায় বাস চালাতে চালকের যতটা বুকে সাহস লেগেছে,  ভিডিয়োটা দেখতে ততটাই সাহস লাগবে আপনার
প্রকৃতির সৌন্দর্যে মিশেছে গা ছমছমে রোমাঞ্চ
Follow Us:
| Edited By: | Updated on: Nov 07, 2022 | 10:34 AM

সিমলা: বলা যেতে পারে ভয়ঙ্কর সুন্দর। একদিকে রয়েছে প্রকৃতির সৌন্দর্য। অন্যদিকে, প্রতি মুহূর্তে গা ছমছমে রোমাঞ্চ। সোশ্য়াল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োটিতে হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বা এইচআরটিসির একটি বাসকে চাম্বা থেকে কিলারের রাস্তায় যেতে দেখা যাচ্ছে। ভাঙাচোরা পাথুরে রাস্তায় বাসটির চলা দেখলে বোঝা যায়, পাহাড়ি রাজ্যটিতে বাস যাত্রা কতটা কঠিন এবং রোমাঞ্চকর হতে পারে। ভিডিয়োটির ক্যাপশনে লেখা আছে, “এইচআরটিসির বাসে হিমাচল প্রদেশের চম্বা থেকে কিলার পর্যন্ত এক রোমাঞ্চকর যাত্রা।”

ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে ‘ট্রাভেলিং ভারত’ নামে এক সংস্থা। ভিডিয়োতে দেখা যাচ্ছে হিমাচলের এক পর্বতসঙ্কুল রাস্তা দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে বাসটি। তারপর, রাস্তার উপরই নেমে আসা একটি জলপ্রপাতকেও টপকাতে হয় বাসটিকে। ভূখন্ডটা অত্যন্ত বিপজ্জনকহলেও,একই সঙ্গে দৃশ্যটি চোখ জুড়িয়ে দেবে। আসলে চাম্বা থেকে কিলার পর্যন্ত হিমাচল প্রদেশের এই রাস্তাটিকেই ভারতের সবচেয়ে ঝুঁকির রাস্তা বলে মনে করা হয়।

এই রাস্তা গিয়েছে সাচ লা নামে একটি গিরিখাতের মধ্য দিয়ে। গিরিখাতটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৪২০ মিটার বা ১৪,৫০০ ফুট উপরে অবস্থিত। তার উপর চূড়ায় কাছাকাছি পৌঁছলে রাস্তাটি আরও কঠিন হয়ে পড়ে। কারণ সেখানে কোনও পাকা রাস্তা নেই, একেবারে কাঁচা পাহাড়ি রাস্তা। ৫১-সেকেন্ডের ভিডিয়োটির প্রতি মুহূর্ত এতটাই রোমাঞ্চকর যে দর্শকদের প্রতি মুহূর্তে উৎকন্ঠায় থাকতে হয়। ভিডিয়োটি দেখে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, “রোমাঞ্চকর যাত্রা নাকি হত্যা?” তবে, বাস চালক দারুন প্রশংসা পেয়েছেন। কেউ কেউ বলেছেন, এই রাস্তায় যেতে গেলে, রাস্তার এই অংশে বাস থেকে নেমে পড়া উচিত। বিপজ্জনক এই অংশটি নিজেদের পায়ে হেঁটে অতিক্রম করার পর ফের বাসে যাওয়া উচিত। কেউ কেউ অবশ্য সাফ জানিয়েছেন, এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য তাঁকে অর্থ দেওয়া হলেও তিনি যাবেন না।