Set-Top Box: সেট-টপ বক্স ছাড়াই টিভিতে দেখা যাবে ২০০ টি চ্যানেল, নয়া পরিকল্পনা কেন্দ্রের
Set-Top Box: সেট বক্স কিনতে হবে না। ২০০ টির কাছাকাছি চ্যানেল দেখা যাবে সেট-টপ বক্স ছাড়াই। টেলিভিশন সেটে বিল্ট-ইন স্যাটেলাইট টিউনার বসানোর প্রচেষ্টা চালাচ্ছে কেন্দ্র।
নয়া দিল্লি: সেট-টপ বক্স (Set-Top Box) ছাড়াও টিভিতে দেখা যাবে প্রোগ্রাম। একটা, দুটো নয়। ২০০ টির কাছাকাছি চ্যানেল দেখা যাবে সেট-টপ বক্স ছাড়াই। এর জন্য টেলিভিশন সেটে বিল্ট-ইন স্যাটালাইট টিউনার (Built-In Satellite) বসানোর প্রচেষ্টা চালাচ্ছে কেন্দ্র। সোমবার এমনটাই জানালেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)।
টেলিভিশন সেটে বিল্ট-ইন স্যাটেলাইট থাকলে কোনও সেট-টপ বক্স ছাড়াই একাধিক চ্য়ানেল দেখা যাবে। এর জন্য ছাদে বা বাড়ির দেওয়ালের গায়ে কোনও ফাঁকা জায়গায় একটি অ্যান্টেনা স্থাপন করতে হবে। আর এর মাধ্যমেই বিল্ট-ইন স্যাটেলাইট সমেত টেলিভিশনে ফ্রি-টু-এয়ার টেলিভিশন ও রেডিয়ো চ্যানেল ধরা পড়বে। গতকাল একটি সাংবাদিক সম্মেলনের সময় কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, দূরদর্শনের ফ্রি ডিশে সাধারণ বিনোদনমূলক চ্যানেলের সংখ্যা বাড়ানো হয়েছে। এর ফলে কোটি কোটি দর্শক আকৃষ্ট হয়েছেন।
তিনি বলেন, “আমি নিজের বিভাগে একটি নতুন সূচনা করেছি। আপনার টেলিভিশনে যদি বিল্ট-ইন স্যাটেলাইট টিউনার থাকে তাহলে আলাদা করে কোনও সেট-টপ বক্স লাগবে না। রিমোটের এক ক্লিকেই ২০০ টিরও বেশি চ্যানেল দেখতে পারবেন যে কেউ।” তবে অনুরাগ ঠাকুর জানিয়েছেন, এখনও পর্যন্ত এই সিদ্ধান্ত গৃহীত হয়নি। তা বাস্তবায়নের পরিকল্পনা চলছে। প্রসঙ্গত, অ্যানালগ ট্রান্সমিশন বন্ধের পথে দূরদর্শন। বর্তমানে ডিজিটাল স্যাটেলাইট ট্রান্সমিশন ব্যবহার করে ফ্রি-টু-এয়ার চ্য়ানেল সম্প্রচারের দিকে নজর দেওয়া হচ্ছে।
গত ডিসেম্বরে, কেন্দ্রীয় তথ্য় প্রযুক্তি মন্ত্রী অশ্বিণী বৈষ্ণবকে চিঠি লেখেন অনুরাগ। সেখানে বিল্ট-ইন স্যাটালাইট টিউনারের জন্য টেলিভিশন প্রস্তুতকারকদের একটি নির্দেশিকা জারি করার কথা বলেন অনুরাগ। প্রসঙ্গত, এখন বিভিন্ন ফ্রি ও পেইড চ্য়ানেল দেখতে দর্শকদের সেট-টপ বক্স কিনতে হয়। দূরদর্শন কর্তৃক প্রেরিত ফ্রি-টু-এয়ার চ্যানেল দেখার জন্যও দর্শককে একটি সেট-টপ বক্স স্থাপন করতে হয়। ২০১৫ সাল থেকে দেশের বিভিন্ন বাড়িতে দূরদর্শনের ফ্রি ডিশের সংখ্যা দ্বিগুণ হয়েছে। কেপিএমজির রিপোর্ট অনুযায়ী, ২০১৫ সালে ফ্রি ডিশ ব্যবহারকারীর সংখ্যা ছিল ২০ মিলিয়ন। ২০২১ সালে তা বেড়ে হয়েছে ৪৩ মিলিয়ন।