VIDEO: ‘দেরি হবে’ ঘোষণা করতেই পাইলটকে ঘুষি মেরে নাক যাত্রীর!

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 15, 2024 | 9:23 AM

Pilot Harassment: এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটাগরিকরা ক্ষোভ প্রকাশ করেছেন। এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, "বিমানের দেরি হওয়ায় পাইলট বা কেবিন ক্রু-র কী দোষ? তাঁরা তো নিজেদের কাজ করছেন। যে ব্য়ক্তি ঘুষি মারলেন, তাঁকে গ্রেফতার করা হোক এবং নো-ফ্লাই তালিকাভুক্ত করা হোক।"

VIDEO: দেরি হবে ঘোষণা করতেই পাইলটকে ঘুষি মেরে নাক  যাত্রীর!
ঘোষণা করতেই পাইলটকে মার!
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: এতদিন বিমানে সহযাত্রীর সঙ্গে অসভ্যতার খবর এসেছে। এবার যাত্রীর রোষের মুখে পড়লেন খোদ পাইলট। তাও আবার গালিগালাজেই থামেনি বিষয়টা,পাইলটের গায়েও হাত তুললেন যাত্রী। ঘটনাটি ঘটেছে ইন্ডিগোর ফ্লাইটে। ঘন কুয়াশার কারণে বিমান ওঠা-নামায় দেরি হওয়ার কথা ঘোষণা করতেই এক ক্ষুব্ধ যাত্রী উঠে গিয়ে পাইলটকে গিয়ে ঘুষি মারেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।

ভিডিয়োয় দেখা গিয়েছে, কুয়াশার কারণে বিমান ওঠা-নামায় দেরি হচ্ছে। ফ্লাইট ডিউটির সময় পরিবর্তন হওয়ায় পাইলটও পরিবর্তন হয়। নতুন পাইলট এসে বিমান আরও দেরি হওয়ার ঘোষণা করতেই হলুদ হুডি পরা এক ব্যক্তি উঠে গিয়ে পাইলটকে ঘুষি মারেন। বিমানের একদম শেষ সারিতে বসেছিলেন ওই যাত্রী। পাইলট ঘোষণা করতেই তিনি উঠে দৌড়ে বিমানের একদম সামনে যান এবং পাইলটকে ঘুষি মারেন।

গোটা ঘটনায় হকচকিয়ে যান সকলে। ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, “বিমান চালানোর হলে চালা, নাহলে খোল গেট…”। কেঁদে ফেলেন এক বিমানসেবিকা। তিনি বলেন, “আপনি যা করলেন, তা ভুল। এটা করতে পারেন না।”

ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন অনুযায়ী, পাইলটদের শারীরিক সুস্থতার কথা মাথায় রেখে একটি নির্দিষ্ট সময় বিশ্রামের জন্য রাখা হয়। সেই কারণে একটি নির্দিষ্ট সময় অন্তর বিমানের পাইলট বদল করা হয়।

এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটাগরিকরা ক্ষোভ প্রকাশ করেছেন। এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, “বিমানের দেরি হওয়ায় পাইলট বা কেবিন ক্রু-র কী দোষ? তাঁরা তো নিজেদের কাজ করছেন। যে ব্য়ক্তি ঘুষি মারলেন, তাঁকে গ্রেফতার করা হোক এবং নো-ফ্লাই তালিকাভুক্ত করা হোক।”

Next Article