শুরু হয়ে গিয়েছে টিভি ৯ নেটওয়ার্ক আয়োজিত দিল্লির সবচেয়ে বড় দুর্গোৎসব ‘ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া’। মেজর ধ্যান চাঁদ স্টেডিয়াম জুড়ে চলছে এই উৎসব। পুজোকে কেন্দ্র করেই রয়েছে ২৫০টিরও বেশি স্টল। দেশ বিদেশের ক্রেতারা তাঁদের পসরা সাজিয়ে বসে আছেন ‘ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া’য়। রয়েছে নানা ধরনের গয়নাগাটির সম্ভার, হরেক রকমের শাড়ি, সহ আরও অনেক কিছু। এক ছাদের তলায় আছে শিশু-বৃদ্ধ সবার পছন্দের আর প্রয়োজনের সামগ্রী। তাই পুজো দেখার সঙ্গে সঙ্গে কেনাকাটাও যদি আপনার পছন্দের কাজ হয় তাহলে আসতেই হবে এই ‘ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া’
গত ৯ তারিখ থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ১৩ তারিখ অবধি। দুর্গাপুজোর ঐতিহ্যের সঙ্গেই এখানে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে উৎসবের আনন্দ। লাইভ মিউজিক, ম্যাজিক শো, সহ রয়েছে আরও অনেক কিছুই।
কী কী রয়েছে?
১। শাড়ি কিনতে ভালবাসেন না, এমন মহিলা কমই আছেন। আর সেই যদি হয় অসমের বিখ্যাত হ্যান্ডলুমেফ্র শাড়ি তাহলে তো কথাই নেই। কম দাম থেকে বেশি দাম, যা চাইবেন তাই পাবেন। সঙ্গে রয়েছে অপূর্ব ডিজাইনের সম্ভার। ১০০০টাকা থেকে শুরু করে ১৮,০০০টাকা অবধি রয়েছে শাড়ি। চাইলে পেয়ে যাবেন মুগা শাড়িও।
২। শরতের পরেই শীত এসে কড়া নাড়বে দরজায়। শীতকাল মানেই পরিবারের বা বন্ধ-বান্ধবের সঙ্গে ঘুরতে যাওয়া, পিকনিকে যাওয়া। তবে পিকনিকে গেলে সঙ্গে একটা মাদুর রাখতেই হয়। আর সেটাই যদি হয় মাত্র ৪০০গ্রাম ওজনের তাও অসাধারণ ডিজাইনের তাহলে বেশ সুবিধা হয় বলুন? ‘ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া’তে পেয়ে যাবেন সেটিও। স্বল্প দামেই রয়েছে দারুণ সব কুরাই ম্যাট-এর প্রচুর কালেকশন।
৩। পারফিউম পছন্দ করেন? সুগন্ধি কেনার শখ থাকলে কিন্তু দিল্লির সবচেয়ে বড় উৎসবে আসতেই হবে। কারণ মাত্রচ ৫০০টাকায় দুবাইয়ের পারফিউম, ১০০০টাকায় ফ্রেঞ্চ পারফিউম, আর ৭৫০ থেকে বিলাসবহুল আতর আর কোথায় বা পাবেন বলুন?
৪। থাইল্যান্ড বা আফগানিস্তানের থেকে আসা খাঁটি ড্রাই ফ্রুটসের খোঁজ করলে, সেটাও কিন্তু পেয়ে যাবেন এখানে। আছে মুরাবাদ থেকে আসা অসাধারণ সব ঘর সাজাবার জিনিসপত্রও।
পুজোর আনন্দ-ঐতিহ্যের সঙ্গে বিশ্ব বাণিজ্যের মেলবন্ধন দেখতে হলে তাই ১৩ই অক্টোবর রাত ১০টার মধ্যে আসতেই হবে দিল্লির মেজর ধ্যান চাঁদ স্টেডিয়ামে।