নয়া দিল্লি: রবিবার জম্মু ও কাশ্মীরের ২৫০ জন ছাত্রছাত্রীর সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের ‘ওয়াতান কো জানো’ বা ‘দেশ কে জানো’ কর্মসূচির অংশ হিসেবে এই ছাত্রছাত্রীরা এখন দেশের বিভিন্ন অঞ্চলে সফর করছে। এই সফরের অংশ হিসেবে তারা এখন নয়া দিল্লিতে রয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর), তাঁর ব্যস্ত কর্মসূচির মধ্য থেকে সময় বের করে, তাদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। জম্মু-কাশ্মীরের প্রায় প্রতিটি জেলা থেকে এই ছাত্র-প্রতিনিধিদের বেছে নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ছাত্র-ছাত্রীরা সকলেই দরিদ্র পরিবারের ছেলে-মেয়ে। এর আগে, জয়পুর এবং আজমের দিল্লি সফর করেছে এই তারা।
কেন্দ্রীয় সরকার জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের শিশু ও যুব সমাজকে এগিয়ে আনার লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে বহু শিক্ষার্থীই তাঁর সঙ্গে নিজেদের চিন্তা-ভাবনা ভাগ করে নেয়। দেশ কে জানো কর্মসূচি নিয়ে তারা কী ভাবছে, জম্মু-কাশ্মীরের মতো রাজ্য থেকে এসে দেশের অন্যান্য শহরে সফর করতে কেমন লাগছে, সেই সম্পর্কে জানায় তারা। শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময়, প্রধানমন্ত্রী মোদী জানান, এটা তাদের জন্য দেশকে জানার দারুণ সুযোগ। এই সুযোগকে পুরোপুরিভাবে কাজে লাগানোর পরামর্শ দেন তিনি।
#WATCH | PM Narendra Modi interacts with 250 students from J&K as a part of their ‘Watan Ko Jano’ program.
250 students from underprivileged backgrounds from almost all the districts of Jammu and Kashmir are visiting the country. They have visited Jaipur, Ajmer & Delhi. pic.twitter.com/rMh2Vziznf
— ANI (@ANI) December 24, 2023
জয়পুরে, এই কর্মসূচির সূচনা করেছিলেন কেন্দ্রীয় সমাজকল্যাণ দফতরের কমিশনার সেক্রেটারি শীতল নন্দা। এই ২৫০ জন শিশুকে দেশ ঘোরানোর দায়িত্ব দেওয়া হয়েছে, ১০ জন সমন্বয়কারী এবং তত্ত্বাবধায়ককে। ১২ দিন ধরে তারা দেশের বিভিন্ন শহরে ঘুরে ঘুরে দেশকে জানার চেষ্টা করবে। দেশের মানুষকে জানার চেষ্টা করবে। জম্মু, কাশ্মীর ও লাদাখ বিষয়ক বিভাগ এই কর্মসূচির মূল উদ্যোক্তা। দেশের সাংস্কৃতিক ও সামাজিক বৈচিত্র্যের সঙ্গে কাশ্মীরি তরুণদের পরিচয় করিয়ে দেওয়াই এই সফরের লক্ষ্য।
এদিকে, রবিবার কলকাতায় ‘লক্ষ কন্ঠে গীতা পাঠ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রাথমিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত এই অনুষ্ঠানে যোদ গিতে পারেননি তিনি। তবে, এক ভিডিয়ো বার্তায়, প্রধানমন্ত্রী মোদী ভারতীয় চিন্তাধারা ও সংস্কৃতিতে গীতার বহুত্ববাদের ভূমিকা তুলে ধরেন। আয়োজকদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বিভিন্ন প্রেক্ষাপট থেকে এসে মানুষ এই বিশাল সমাবেশে ভগবত গীতার পাঠ করছেন। এতে সামাজিক সম্প্রীতি বাড়বে বরং দেশের উন্নয়ন যাত্রা আরও শক্তিশালী হবে।