বেঙ্গালুরু: বিবাহিত মহিলার টিপ না পরা নিয়ে প্রশ্ন তুললেন এক বিজেপি সাংসদ। মহিলাকে করা এই প্রশ্নের ভিডিয়ো সম্প্রতি ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আন্তর্জাতিক নারী দিবসের (International Women Day) দিনেই বিবাহিত মহিলাদের উদ্দেশে এহেন প্রশ্ন করে ভাইরাল হলেন কর্নাটকের বিজেপি সাংসদ এস মুনিস্বামী (S Muniswamy)।
ভাইরাল ভিডিয়োতে বিজেপি সাংসদকে বলতে শোনা যাচ্ছে, “আপনার স্বামী যদি এখনও জীবিত থাকেন আপনি টিপ পরেন না কেন?” গতকাল দেশ জুড়ে পালিত হয়েছে হোলি। এর পাশাপাশি ছিল আন্তর্জাতিক নারী দিবসও। আর এই দিনেই কর্নাটকের কোলার জেলার চান্নাইহা মন্দিরাতে একটি শপিং মার্কেটের উদ্বোধন করেন বিজেপি সাংসদ এস মুনিস্বামী। সেখানে এক মহিলা বিক্রেতাকে ভর্ৎসনার সুরেই তিনি বলেন, “আপনি টিপ পরেননি কেন? এখানে আপনাকে দোকান দেওয়ার অনুমতি কে দিয়েছে। প্রথমে টিপ পরুন।” তিনি সেখানে উপস্থিত কারও উদ্দেশে সেই মহিলাকে টিপ দেওয়ার জন্য বলেন।
ನಿನ್ನ ಗಂಡ ಬದುಕಿದ್ದಾನೆ ತಾನೇ?: ಹಣೆಗೆ ಬೊಟ್ಟು ಇಟ್ಟುಕೊಂಡಿಲ್ಲವೆಂದು ಮಹಿಳೆಯ ನಿಂದಿಸಿದ ಸಂಸದ ಮುನಿಸ್ವಾಮಿ#muniswamy pic.twitter.com/hvinI9VJ8T
— Prajavani (@prajavani) March 8, 2023
বিজেপি সাংসদ ওই মহিলাকে আরও ভর্ৎসনা করে বলেন, “আপনার স্বামী এখনও জীবিত তো? কোনও সাধারণ জ্ঞান নেই আপনার!” উল্লেখ্য, সাধারণত বিবাহিত হিন্দু মহিলাদের মধ্যেই টিপ পরনের প্রথা রয়েছে। তবে শুধুমাত্র বিবাহিতই নয় ভিন্ন সম্প্রদায়ের এবং বিভিন্ন বয়সের মেয়েদের টিপ পরতে দেখা যায়। তবে বিবাহিত মহিলার টিপ না পরায় বিজেপি সাংসদের এহেন মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তৈরি করেছে। নেটিজ়েনরা তাঁকে নারীবিদ্বেষী আখ্যা দিয়েছেন। বিজেপি নেতার এহেন মন্তব্যের জন্য বিজেপিকে তোপ দাগেন কংগ্রেস নেতা কার্তি চিদম্বরম। বিজেপি নেতাদের বিরুদ্ধে নীতি পুলিশির অভিযোগ তুলেছেন তিনি।