গান্ধীনগর : আগামিকালই গুজরাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে মোধেরা গ্রামকে ভারতের প্রথম সৌরবিদ্যুৎ চালিত গ্রাম বলে ঘোষণা করার কথা মোদীর। আর এই মোধেরা গ্রামেই রয়েছে বিখ্যাত সূর্য মন্দির। সেখানে মোদীর সফর ঘিরে মোধেরার সূর্য মন্দিরে লাইট অ্যান্ড সাউন্ড শো হওয়ার কথা। তাঁর এই সফরের আগেই এই স্পেক্ট্যাকুলার লাইট অ্যান্ড সাউন্ড শো-র এক ঝলক শেয়ার করা হল ডিডি নিউজ়ের টুইটারে।
এদিকে বৃহস্পতিবার গুজরাট সরকারের তরফে বলা জানানো হয়েছিল, রবিবার (৯ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোধেরা গ্রামকে ভারতের প্রথম সৌরবিদ্যুৎ চালিত গ্রাম হিসেবে ঘোষণা করবেন। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল একটি বিবৃতিতে জানিয়েছিলেন, ‘আমি জানাতে খুশি হচ্ছি ক্লিন এনার্জি নিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্নপূরণে গুজরাট আরও একবার নেতৃত্ব দিচ্ছে। ২০৩০ সালের মধ্যে পুনর্নবীকরণযোগ্য শক্তির মাধ্যমে ভারতের শক্তির চাহিদা ৫০ শতাংশ উৎপাদন করতে তাঁর সঙ্কল্প পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
কেন্দ্র ও রাজ্য সরকার মেহসানার সুজ্জানপুরায় একটি ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (BESS) এর সাথে একীভূত একটি সৌর বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে মোধেরাকে সবসময়ের সৌর শক্তি সরবরাহ করার জন্য ‘মোধেরা সূর্য মন্দির এবং শহরের সোলারাইজেশন’ প্রকল্প চালু করেছে। মোধেরা সূর্য মন্দির থেকে ৬ কিলোমিটার দূরে এই প্রকল্প চালু করা হয়েছিল। গুজরাট সরকারের বিবৃতি অনুযায়ী, ‘এই প্রকল্পের মাধ্যমে ভারতে প্রথম মোধেরা গ্রাম পুনর্নবীকরণ শক্তি জেনারেটর হয়ে উঠবে।’ বিবৃতি অনুসারে আম জনতার বিদ্যুৎ বিলে খরচ এক লাফে কমবে ৬০ থেকে ১০০ শতাংশ।
প্রসঙ্গত, ২০১১ সালের জনগণনা অনুযায়ী, মোধেরা গ্রামে মোট ৬,৭৩৮ জনের বসবাস। গুজরাট সরকার এই সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য ১২ হেক্টর জায়গা বরাদ্দ করেছে। এই প্রকল্পে কেন্দ্র ও রাজ্য মিলিয়ে দুই দফায় ৮০.৬৬ কোটি টাকা খরচ করা হয়েছে। এই গ্রামে ১ কিলোওয়াটের ১,৩০০ টিরও বেশি রুফটপ সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে। দিনের বেলায় সোলার প্যানেল শক্তি সরবরাহ করবে। সন্ধেবেলা বিইএসএস সেই শক্তি বাড়িতে সরবরাহ করে। সরকারি বিবৃতি অনুযায়ী, মোধেরাতেই প্রথম ইলেকট্রিক যানবাহনের চার্জিং স্টেশন স্থাপন করা হয়েছে। এদিকে আগামিকাল গুজরাটে পা রাখার সঙ্গে সঙ্গে সূর্য মন্দিরে একটি স্পেকট্যাকুলার লাইট অ্য়ান্ড সাউন্ড শো হবে। এই লাইট অ্যান্ড সাউন্ড শোতে 3-D প্রজেশনের মাধ্যমে মোধেরার ইতিহাস তুলে ধরা হবে। সৌরবিদ্যুতের সাহায্যে এই শো করা হবে। এদিকে আগামিকাল নিজ রাজ্যে মোদীর একাধিক উন্নয়নমূলক প্রকল্পও উদ্বোধন করার কথা।