নয়া দিল্লি: কিছুতেই পিছু ছাড়ছে না বৃষ্টি (Rainfall)। গ্রীষ্ম হোক বা শীত, বৃষ্টির ভ্রুকূটি লেগেই রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার (Western Disturbance) প্রভাবে এবার গোটা উত্তর ভারতই বৃষ্টিতে ভাসতে চলেছে। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) সূত্রে জানানো হয়েছে, বুধবার সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে চলেছে দিল্লি, উত্তর প্রদেশ, হরিয়ানা সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে। এই সময় বাতাসের গতিবেগ থাকবে ২০ থেকে ৪০ কিলোমিটার।
বিগত কয়েকদিন ধরেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর-পূর্ব ভারত জুড়ে বৃষ্টিপাত শুরু হয়েছে। এদিনও সকালে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়, ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে। ইতিমধ্যেই এদিন সকাল থেকে দিল্লিতে বৃষ্টিপাত শুরু হয়েছে।
Rain lashes parts of Delhi. Visuals from Mandi House.
IMD has predicted moderate intensity rain & winds with a speed of 20-40 Km/h would occur over and adjoining areas of isolated places of Delhi, today. pic.twitter.com/EOL28S2VZh
— ANI (@ANI) February 8, 2022
এছাড়া পানিপথ, পালওয়াল, ঔরঙ্গাবাদ, হোদাল, দেওবন্দ, শামলি, মুজাফ্ফরনগর, বিজনৌর, চান্দপুর, মিরাট, আমরোহা, মোরাদাবাদে আগামী দুই ঘণ্টার মধ্যেই বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। ২০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এই অঞ্চলগুলিতে।
09/02/2022: 04:20 IST; Thunderstorm with light to moderate intensity rain and gusty winds with speed of 30-40 Km/h would occur over and adjoining areas of few places of Delhi ( Narela, Bawana, Alipur, Burari, Karawal Nagar, Seemapuri, Safdarjung),
— India Meteorological Department (@Indiametdept) February 8, 2022
আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, মধ্য ও উচ্চ ট্রপোস্ফিয়ারে তৈরি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই পশ্চিম হিমালয় অঞ্চলে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যার জেরে বৃষ্টিপাত হচ্ছে। বর্তমানে রাজস্থানের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার জেকে জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট-বালতিস্তান, মুজাফ্ফরাবাদ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি ও বজ্রপাতও হতে পারে।
আগামী কয়েকদিন এই ঘূর্ণাবর্তের প্রভাব থাকবে বলেই জানা গিয়েছে। আজ থেকেই পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগঢ়, দিল্লি, উত্তর প্রদেশ ও রাজস্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গ, সিকিম, ঝাড়খণ্ডে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিহার ও ওড়িশাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের ফলে রাত্রে ও ভোরবেলায় ঘন কুয়াশার আস্তরণ দেখা যেতে পারে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগঢ়, দিল্লি, উত্তর প্রদেশ, রাজস্থান, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায়। দক্ষিণী রাজ্যগুলিতেও আগামী দু-একদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টা আকাশ মেঘলা থাকবে জম্মু-কাশ্মীরে।
নয়া দিল্লি: কিছুতেই পিছু ছাড়ছে না বৃষ্টি (Rainfall)। গ্রীষ্ম হোক বা শীত, বৃষ্টির ভ্রুকূটি লেগেই রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার (Western Disturbance) প্রভাবে এবার গোটা উত্তর ভারতই বৃষ্টিতে ভাসতে চলেছে। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) সূত্রে জানানো হয়েছে, বুধবার সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে চলেছে দিল্লি, উত্তর প্রদেশ, হরিয়ানা সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে। এই সময় বাতাসের গতিবেগ থাকবে ২০ থেকে ৪০ কিলোমিটার।
বিগত কয়েকদিন ধরেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর-পূর্ব ভারত জুড়ে বৃষ্টিপাত শুরু হয়েছে। এদিনও সকালে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়, ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে। ইতিমধ্যেই এদিন সকাল থেকে দিল্লিতে বৃষ্টিপাত শুরু হয়েছে।
Rain lashes parts of Delhi. Visuals from Mandi House.
IMD has predicted moderate intensity rain & winds with a speed of 20-40 Km/h would occur over and adjoining areas of isolated places of Delhi, today. pic.twitter.com/EOL28S2VZh
— ANI (@ANI) February 8, 2022
এছাড়া পানিপথ, পালওয়াল, ঔরঙ্গাবাদ, হোদাল, দেওবন্দ, শামলি, মুজাফ্ফরনগর, বিজনৌর, চান্দপুর, মিরাট, আমরোহা, মোরাদাবাদে আগামী দুই ঘণ্টার মধ্যেই বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। ২০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এই অঞ্চলগুলিতে।
09/02/2022: 04:20 IST; Thunderstorm with light to moderate intensity rain and gusty winds with speed of 30-40 Km/h would occur over and adjoining areas of few places of Delhi ( Narela, Bawana, Alipur, Burari, Karawal Nagar, Seemapuri, Safdarjung),
— India Meteorological Department (@Indiametdept) February 8, 2022
আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, মধ্য ও উচ্চ ট্রপোস্ফিয়ারে তৈরি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই পশ্চিম হিমালয় অঞ্চলে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যার জেরে বৃষ্টিপাত হচ্ছে। বর্তমানে রাজস্থানের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার জেকে জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট-বালতিস্তান, মুজাফ্ফরাবাদ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি ও বজ্রপাতও হতে পারে।
আগামী কয়েকদিন এই ঘূর্ণাবর্তের প্রভাব থাকবে বলেই জানা গিয়েছে। আজ থেকেই পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগঢ়, দিল্লি, উত্তর প্রদেশ ও রাজস্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গ, সিকিম, ঝাড়খণ্ডে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিহার ও ওড়িশাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের ফলে রাত্রে ও ভোরবেলায় ঘন কুয়াশার আস্তরণ দেখা যেতে পারে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগঢ়, দিল্লি, উত্তর প্রদেশ, রাজস্থান, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায়। দক্ষিণী রাজ্যগুলিতেও আগামী দু-একদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টা আকাশ মেঘলা থাকবে জম্মু-কাশ্মীরে।