কলকাতা ও নয়া দিল্লি: বাংলার ৪২ আসনে লড়াই করার ক্ষমতা নেই কংগ্রেসের, মানছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ইতিমধ্য়েই দুই দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। তবে বাংলার কোনও আসনে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি কংগ্রেসের তরফে। এদিকে বাংলার জন্য বৃহস্পতিবারই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বামেরা। আর এরপরই দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে প্রদেশ কংগ্রেস সভাপতি বলে দিলেন, ‘আমাদের ক্ষমতা নেই ৪২টি আসনে লড়াই করার।’
লোকসভা ভোটের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বামেরা। বৃহস্পতিবার প্রথম দফায় ১৬ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। প্রথম দফার ১৬ আসনের মধ্যে নাম নেই বহরমপুরের। বামেরা স্পষ্ট করে দিয়েছে, কংগ্রেসের সঙ্গে আলোচনার পথ এখনও খোলা রাখতে চাইছে তারা। কংগ্রেসের জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে চায় বামেরা। কংগ্রেস কথা বলতে চাইলে, বা আলোচনায় বসতে চাইলে রাজি বামফ্রন্ট। বিমান বসুদের অবস্থান স্পষ্ট, কংগ্রেস বাস্তব ভিত্তি নিয়ে কথা বললে, বামেরা কংগ্রেসের সঙ্গে কথা বলবে। বামেদের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণার পরপরই দিল্লি থেকে সাংবাদিক বৈঠকে বসেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।
বর্তমানে বাংলায় কংগ্রেসের দুটি আসন রয়েছে লোকসভায়। এক অধীরবাবুর বহরমপুর। দ্বিতীয়, মালদা দক্ষিণ। সেখানে বিদায়ি সাংসদ বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালুবাবু। প্রথম দফায় এই দু’টি আসনেই কোনও প্রার্থীর নাম ঘোষণা করেনি বামেরা। জোটের দরজা এখনও খুলে রেখেছেন বিমান, সেলিমরা। বামেদের এদিনের প্রার্থী তালিকা প্রকাশের পর অধীরবাবু বলেন, ‘বামেরা যে সব আসনে প্রার্থী দিয়েছে, তাতে আমাদের সমস্যা হওয়ার কথা নয়। আলোচনা চলছে। যেখানে ওরা শক্তিশালী, ওরা লড়বে। আমাদের ক্ষমতা নেই ৪২ টি আসনে লড়াই করার।’