AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

OBC Case: ওবিসি মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য, আগামী সপ্তাহেই শুনানি

OBC Case in Supreme Court: এ দিন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে মামলা মেনশন করে দ্রুত শুনানির আর্জি জানান আইনজীবী কপিল সিব্বল। প্রধান বিচারপতি বিআর গভাই মামলা দায়েরের অনুমতি দেন।

OBC Case: ওবিসি মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য, আগামী সপ্তাহেই শুনানি
সুপ্রিম কোর্ট।Image Credit: PTI
| Edited By: | Updated on: Jul 24, 2025 | 1:10 PM
Share

নয়া দিল্লি: পশ্চিমবঙ্গ সরকারের নতুন ওবিসি তালিকার উপর কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। গত ১৭ জুন কলকাতা হাইকোর্ট এই স্থগিতাদেশ দিয়েছিল, তা চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতের দ্বারস্থ হল রাজ্য।

এ দিন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে মামলা মেনশন করে দ্রুত শুনানির আর্জি জানান আইনজীবী কপিল সিব্বল। প্রধান বিচারপতি বিআর গভাই মামলা দায়েরের অনুমতি দেন। আগামী সোমবার মামলার শুনানি হবে বলে জানিয়েছেন তিনি।

এই মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার একটি মামলাও দায়ের হয়েছে বলে জানান সিব্বল। আদালত অবমাননার মামলার উপরেও স্থগিতাদেশের আবেদন জানান তিনি।

প্রসঙ্গত, ২০২৪ সালের মে মাসে পশ্চিমবঙ্গ সরকারের ৭৭ টি জনজাতিকে ওবিসি তালিকাভুক্ত করার সিদ্ধান্ত খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পর থেকে তৈরি রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়। হাইকোর্টের নির্দেশে প্রায় ১২ লক্ষ সার্টিফিকেট বাতিল হয়ে যায়।

সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। এই মামলা এখনও বিচারাধীন। কারা ওবিসি তালিকাভুক্ত হবেন, সে বিষয় নির্ধারণ করতে নতুন করে জনজাতিদের মধ্যে যাচাই (verification) করবে রাজ্যের ওবিসি কমিশন। এরপরই নতুন তালিকা ঘোষণা করে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, পুরনো জনজাতিকেই নতুন মোড়কে ফের ওবিসি তালিকাভুক্ত করার চেষ্টা করেছে রাজ্য সরকার।