C V Ananda Bose: ধনখড়ের ‘দুয়ারে’ বোস, পূর্বসূরির মুখোমুখি বসলেন বাংলার রাজ্যপাল

Jyotirmoy Karmokar | Edited By: Soumya Saha

May 24, 2024 | 11:08 AM

C V Ananda Bose: সম্প্রতি রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মীর অভিযোগকে কেন্দ্র করে জোর বিতর্ক দানা বেঁধেছে বঙ্গ রাজনীতির অন্দরমহলে। লোকসভা ভোটের প্রচারপর্বে তৃণমূল বার বার এই ইস্য়ুটিকে হাতিয়ার করে সরব হয়েছে। এসবের মধ্যেই এবার বাংলার প্রাক্তন রাজ্যপালের সঙ্গে দেখা করলেন বর্তমান রাজ্যপাল।

C V Ananda Bose: ধনখড়ের দুয়ারে বোস, পূর্বসূরির মুখোমুখি বসলেন বাংলার রাজ্যপাল
সিভি আনন্দ বোস ও জগদীপ ধনখড়
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি ও কলকাতা: দেশের উপরাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করলেন বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার ভোরের বিমানে কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি। তখনই জানা গিয়েছিল, এ রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা দেশের উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছেন বাংলার সাংবিধানিক প্রধান। শুক্রবারই দিল্লিতে ধনখড়ের সঙ্গে তাঁর দেখা করার সম্ভাবনার কথাও জানা গিয়েছিল। সেই মতো শুক্রবার সকালেই বোস দেখা করলেন ধনখড়ের সঙ্গে।

উল্লেখ্য, সম্প্রতি রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মীর অভিযোগকে কেন্দ্র করে জোর বিতর্ক দানা বেঁধেছে বঙ্গ রাজনীতির অন্দরমহলে। লোকসভা ভোটের প্রচারপর্বে তৃণমূল বার বার এই ইস্য়ুটিকে হাতিয়ার করে সরব হয়েছে। যদিও রাজভবন থেকে বিবৃতি দিয়ে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। গোটা বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই ব্যাখ্যা করেছিল রাজভবন। রাজ্যপাল বোসও সম্প্রতি কড়া ভাষায় জানিয়ে দিয়েছিলেন, ‘রাজভবনে কোনও রকম দিদিগিরি আমি মেনে নেব না।’

রাজভবন থেকে সম্প্রতি সাধারণ মানুষকে রাজভবনের এক ঘণ্টারও বেশি সময়ের সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছিল। রাজ্যপাল জানিয়েছিলেন, একশো জন সাধারণ মানুষকে সেই ফুটেজ দেখানো হবে। তবে মমতার সরকার বা তার পুলিশকে সেই ফুটেজ দেখাবেন না বলেও জানিয়েছিলেন তিনি। এই বিতর্কের আবহেও গত বুধবার ভোরের বিমানে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন রাজ্যপাল বোস। তারপর আজ রাজ্যপাল সিভি আনন্দ বোস দেখা করলেন বাংলার প্রাক্তন রাজ্যপালের সঙ্গে।

Next Article