AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dilip Ghosh: মোদী বাংলায়, দিল্লিতে দিলীপ! নাড্ডা সাক্ষাতের পর শুধু চারটি শব্দ বললেন

Dilip Ghosh: ক্যামেরার সামনে সদা সাবলীল যে দিলীপ ঘোষ কখনও কোন প্রশ্নই পিছপা হন না, তিনি হঠাৎ মুখে কেন কুলুপ আঁটলেন? তবে কি আপাতত মুখ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে? বাড়ছে চাপানউতোর।

Dilip Ghosh: মোদী বাংলায়, দিল্লিতে দিলীপ! নাড্ডা সাক্ষাতের পর শুধু চারটি শব্দ বললেন
দিল্লিতে দিলীপImage Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jul 18, 2025 | 4:59 PM
Share

নয়া দিল্লি: প্রথম দফায় সর্বভারতীয় সভাপতির বাড়ি নির্ধারিত সময় পৌঁছে দেখা না পেলেও দ্বিতীয় দফায় প্রায় ৫০ মিনিট জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করলেন দিলীপ ঘোষ। বৈঠক শেষ হওয়া মাত্রই বেরিয়ে গেলেন গাড়ি নিয়ে। তবে গাড়ির কাঁচ নামালেন না। কোনও প্রশ্নেরও উত্তর দিলেন না। কিছুটা এগিয়ে গাড়ির কাজ একটু নামিয়ে শুধু বললেন, খুব ভাল গল্প হয়েছে। 

ক্যামেরার সামনে সদা সাবলীল যে দিলীপ ঘোষ কখনও কোন প্রশ্নই পিছপা হন না, তিনি হঠাৎ মুখে কেন কুলুপ আঁটলেন? তবে কি আপাতত মুখ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে? বাড়ছে চাপানউতোর। এদিকে এদিনই আবার বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় ৫ হাজার কোটি টাকার প্রকল্পের উন্নয়নের পাশাপাশি ভোটমুখী বাংলায় দলীয় সভা করারও কথা রয়েছে। শমীক থেকে শুভেন্দু, সকলেরই লোকেশন এখন দুর্গাপুর। কিন্তু, দেখা গেল না দিলীপ ঘোষকে। 

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দিলীপের দুর্গাপুর গমন নিয়ে চাপানউতোর কম হয়নি। এই শোনা যাচ্ছিল যাচ্ছেন, এই শোনা যাচ্ছিল যাচ্ছেন না। গত মঙ্গলবার যদিও দিলীপ নিজেই বলেছিলেন তিনি যাবেন। যদিও শেষ পর্যন্ত জানা গেল দিল্লি উড়ে যাচ্ছেন তিনি। যাওয়ার সময় আবার দুর্গাপুর নিয়ে ইঙ্গিতপূর্ণভাবে বলেছিলেন, ‘হয়তো পার্টি চায় না আমি যাই’। তা নিয়ে জল্পনার পারদ চড়তে চড়তেই এবার এক্কেবারে নাড্ডার সঙ্গে করে ফেললেন বড় বৈঠক। কিন্তু, বৈঠক নিয়ে বিশেষ কোনও কথা না বলাতেই বাড়ছে চাপানউতোর। আগামীদিনে সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার আশ্বাস দিয়েই কি দিলীপের মুখ বন্ধ করা হল? না কি দলের ঐক্যের আপাত ছবি ধরে রাখতেই দিলীপের মুখ বন্ধ করলেন নাড্ডা? প্রশ্ন ঘুরছেই।