ফিল্মের দুনিয়ায় কেমন প্রভাব পড়বে কৃত্রিম বুদ্ধিমত্তার? আলোচিত হবে WITTতে
What India Thinks Today: আগামী দিনে চলচ্চিত্র শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব কী হবে। কী ভাবে এই নতুন প্রযুক্তি সিনেমা জগতের চালচিত্র বদলে দিতে পারে, হোয়াটস ইন্ডিয়া থিঙ্কস টুডের মঞ্চ থেকে তুলে ধরবেন কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ এবং মার্জের সিইও জোনাথন ব্রনফম্যান। ফিল্মের দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব তুলে ধরবেন তিনি।
নয়াদিল্লি: দেশের বৃহত্তম নিউজ নেটওয়ার্ক টিভি৯ আয়োজিত হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে সম্মেলন ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে দেশের রাজধানীতে। এই আন্তর্জাতিক সম্মেলনের প্রধান অতিথি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ ছাড়াও বিভিন্ন ক্ষেত্রের দেশবিদেশের কৃতিরা হাজির থাকবেন তিনদিন ধরে চলা এই সম্মেলনে। রাজনীতি, অর্থনীতি, প্রশাসন পরিচালনার পাশাপাশি আগামী দিনে প্রযুক্তির ব্যবহার এবং সিনেমা জগতে তার প্রভাব নিয়েও আলোচনা হবে এই সম্মেলনে।
আগামী দিনে চলচ্চিত্র শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব কী হবে। কী ভাবে এই নতুন প্রযুক্তি সিনেমা জগতের চালচিত্র বদলে দিতে পারে, হোয়াটস ইন্ডিয়া থিঙ্কস টুডের মঞ্চ থেকে তুলে ধরবেন কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ এবং মার্জের সিইও জোনাথন ব্রনফম্যান। ফিল্মের দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব তুলে ধরবেন তিনি। এর পাশাপাশি মাইক্রোসফ্টের আধিকারিক শমীক রায়ও এ বিষয়ে নিজের মূল্যবাদ বক্তব্য তুলে ধরবেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা এই যুগের সবথেকে চর্চিত প্রযুক্তি। আগামী দিনে এই প্রযুক্তি কাজের দুনিয়ায় বিপুল পরিবর্তন আনবে বলে মত বিশেষজ্ঞদের। বিভিন্ন ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ বাড়তে চলেছে। কিন্তু কী ভাবে এই প্রযুক্তি আগামী দিনে বদলে দিতে পারে কাজের দুনিয়ার সমীকরণ। ফিল্মের দুনিয়ার পাশাপাশি অন্য কোন ক্ষেত্রে তা কী প্রভাব ফেলবে, তাই এই সম্মেলন থেকে তুলে ধরবেন তথ্যপ্রযুক্তি দুনিয়ার ওই দুই কৃতী।