দেশের অর্থনীতির বৃদ্ধি নিয়ে আলোচনা হবে WITT-তে

Feb 25, 2024 | 3:07 PM

ভারতের অর্থনীতি বিশ্বের মধ্যে সবথেকে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতে বিশ্বের অর্থনীতিতে ভারতের প্রভাব আরও বাড়বে বলে মত বিশেষজ্ঞদের। হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডের প্রথম দিনে পুনাওয়ালা ফিনকর্পের ম্যানেজিং ডিরেক্টর অভয় ভুটাডা দেশের ফিনান্স সেক্টর নিয়ে আলোচনা করবেন। ভারতের বৃদ্ধির শক্তি, ব্র্যান্ড ইমেজ নিয়েও আলোচনা করবেন তিনি।

দেশের অর্থনীতির বৃদ্ধি নিয়ে আলোচনা হবে WITT-তে
দেশের অর্থনীতি নিয়ে আলোচনা

Follow Us

নয়াদিল্লি: দেশের বৃহত্তম নিউজ নেটওয়ার্ক টিভি৯ আয়োজিত হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে সম্মেলন শুরু হচ্ছে রবিবার থেকেই। তিন দিন ধরে চলবে এই সম্মেলন। দেশের বিভিন্ন ক্ষেত্রের খ্যাতিমানরা উপস্থিত থাকবেন সেখানে, অংশ নেবেন বিভিন্ন আলোচনায়। দেশের অর্থনীতি নিয়েও আলোচনা হবে ওই আন্তর্জাতিক সম্মেলনে। শিল্পজগতের দিকপাল ব্যক্তিত্বরা ওই আলোচনায় অংশ নেবেন।

ভারতের অর্থনীতি বিশ্বের মধ্যে সবথেকে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতে বিশ্বের অর্থনীতিতে ভারতের প্রভাব আরও বাড়বে বলে মত বিশেষজ্ঞদের। হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডের প্রথম দিনে পুনাওয়ালা ফিনকর্পের ম্যানেজিং ডিরেক্টর অভয় ভুটাডা দেশের ফিনান্স সেক্টর নিয়ে আলোচনা করবেন। ভারতের বৃদ্ধির শক্তি, ব্র্যান্ড ইমেজ নিয়েও আলোচনা করবেন তিনি।

দেশে স্টার্ট আপ সংস্থা গড়ে তোলার বিষয় নিয়েও আলোচনা হবে হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডেতে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-সহ একাধিক শিল্পপতি অংশ নেবেন ওই আলোচনায়। দেশের অর্থনৈতিক বৃদ্ধির ভবিষ্যৎ নিয়েও আলোচনা করবেন বিশেষজ্ঞরা। এমনকি এই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে নিজের পরিকল্পনার কথাও জানাতে পারেন।

Next Article