নয়া দিল্লি: আরও একবার বার্ষিক সম্মেলন ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ (What India Thinks Today) নিয়ে হাজির দেশের সবথেকে বড় নিউজ নেটওয়ার্ক TV9। রবিবারই শুরু হচ্ছে তিন দিনব্যাপী এই সম্মেলন। ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ গ্লোবাল সামিটের পর, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) হবে ‘সত্তা সম্মেলন’। এই সম্মেলনে রাজনৈতিক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করবেন শাসক ও বিরোধী পক্ষের বহু বিশিষ্ট নেতা। অংশ নেবেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরীবালও। সামনেই লোকসভা নির্বাচন। তার আগে বিরোধী দলগুলির জোট, ‘ইন্ডিয়া’য় বেশ বড়সড় ফাটল দেখা যাচ্ছে। এই জোটের শরিক দলগুলির মধ্যে আদৌ কি কোনও বন্ধন রয়েছে? নাকি সবটাই আলগা হয়ে গিয়েছে? TV9-এর মঞ্চে, জোটের অন্দরমহলের ছবিটা তুলে ধরবেন অরবিন্দ কেজরীবাল। লোকসভা নির্বাচনের আগে বিরোধী দলগুলির প্রস্তুতি, জোটের নির্বাচনী প্রস্তুতি, জোটের ভবিষ্যত নিয়ে আলোচনা করবেন কেজরীবাল। লোকসভা নির্বাচনের আগে এই ‘সত্তা সম্মেলন’ নিঃসন্দেহে অত্যন্ত আকর্ষণীয় অধিবেশন হতে চলেছে।
কেন একের পর এক ক্ষতির মুখে ইন্ডিয়া জোট?
মূলত মতপার্থক্যের কারণেই একের পর এক ক্ষতির সম্নুখী হচ্ছে বিরোধীদের এই জোট। এই বিষয়েও তাঁর মতামত প্রকাশ করতে পারেন কেজরীবাল। পঞ্জাবে আম আদমি পার্টি এবং কংগ্রেস, জোটের দুই শরিকই এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। পঞ্জাবে না হলেও, দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, গোয়া ও গুজরাটেও কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে আপ। এই বিষয়েও আলোচনা করতে পারেন কেজরীবাল। আসন্ন নির্বাচনে বিরোধী দলগুলো কতগুলি আসন জিততে পারে, সেই বিষয়েও মতামত জানাতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসা থেকে ঠেকাতে, ইন্ডিয়া জোটের দলগুলি কী কী পরিকল্পনা করছে, সেই বিষয়েও আলোকপাত করতে পারেন তিনি।
যোগ দেবেন অপর আপ মুখ্যমন্ত্রী মানও
কেজরীবাল ছাড়াও, আম আদমি পার্টির অপর মুখ্যমন্ত্রী, ভগবন্ত সিং মানও TV9-এর ‘সত্তা সম্মেলন’-এ যোগ দেবেন। এছাড়াও বিজেপি শাসিত ৫টি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও যোগ দেবেন ‘সত্তা সম্মেলনে’। এই মঞ্চে দেখা যাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকেও।