নয়াদিল্লি: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টিস্থল নিয়ে বিজেপিকে আক্রমণ করেছে কংগ্রেস। জবাব দিয়েছে গেরুয়া শিবির। মনমোহন সিংয়ের নামে স্মৃতিসৌধ নির্মাণের কথা ঘোষণা করেছে কেন্দ্র। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে দেশব্যাপী সাতদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এই পরিস্থিতিতে এবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিদেশ ভ্রমণ নিয়ে তোপ দাগল বিজেপি।
গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) প্রয়াত হন মনমোহন সিং। গত শনিবার নিগমবোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন হয়। অন্ত্যেষ্টিস্থল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে কংগ্রেস। এবার রাহুলকে পাল্টা আক্রমণ করল বিজেপি।
সংবাদসংস্থা এএনআই-কে বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে সারা দেশ শোকপালন করছে। আর রাহুল গান্ধী বর্ষবরণ পালনে বিদেশে উড়ে গিয়েছেন।” বর্ষবরণ পালনে রাহুল ভিয়েতনামে গিয়েছেন বলে বিজেপির অভিযোগ। মনমোহন সিংকে কংগ্রেস কখনও সম্মান দেখায়নি বলে অভিযোগ করে শেহজাদ পুনাওয়ালা বলেন, “জীবিত থাকাকালীন মনমোহন সিংকে অপমান করেছে কংগ্রেস। এখনও তারা একই কাজ করছে। গতকাল প্রাক্তন প্রধানমন্ত্রীর ভস্ম সংগ্রহে কংগ্রেসের কেউ যাননি। তাঁকে ভারতরত্ন দিতেও অস্বীকার করে। এটাই তাদের আসল মুখ।”
বিজেপির অভিযোগ, রাষ্ট্রীয় শোক পালনের মধ্যে বিদেশ ভ্রমণে গিয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে অপমান করেছেন রাহুল। রাহুলকে ‘পর্যটন নেতা’ বলেও কটাক্ষ করেছে গেরুয়া শিবির। বিজেপিকে পাল্টা আক্রমণ করে জবাবা দিয়েছে কংগ্রেস। রাহুলের ব্যক্তিগত সফর নিয়ে বিজেপি কেন চিন্তিত, সেই প্রশ্ন করেন কংগ্রেস সাংসদ বি এম টেগোর।