জেনেভা: করোনা অতিমারিতে ইতি আনতে পারে আইভারমেক্টিন (Ivermectin)। গবেষকদের এই দাবির পর আশার আলো দেখছিলেন চিকিৎসকরা। কিন্তু পরজীবী রোখার এই ওষুধে সায় নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার। করোনা চিকিৎসায় কার্যত আইভারমেক্টিন প্রয়োগের বিরোধিতার পথেই হাঁটল হু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন টুইট করে জানিয়েছেন এ কথা।
টুইট করে তিনি লিখেছেন, “কোনও নতুন ওষুধের ক্ষেত্রে নিরাপত্তা ও কার্যকরিতা গুরুত্বপূর্ণ। ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়া আইভারমেক্টিন প্রয়োগে সায় নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার।” একই কথা জার্মান স্বাস্থ্য ও বিজ্ঞান সংস্থা মার্কেরও। বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, করোনা চিকিৎসায় আইভারমেক্টিনের সুফলের কোনও ক্লিনিক্যাল প্রমাণ নেই। কার্যকরিতারও কোনও নির্দিষ্ট প্রমাণ নেই। তথ্যের ঘাটতি রয়েছে। খোদ সৌম্য স্বামীনাথনও মার্কের ওই বিবৃতি পোস্ট করেছেন।
Safety and efficacy are important when using any drug for a new indication. @WHO recommends against the use of ivermectin for #COVID19 except within clinical trials https://t.co/dSbDiW5tCW
— Soumya Swaminathan (@doctorsoumya) May 10, 2021
এই নিয়ে দ্বিতীয়বার আইভারমেক্টিনে সতর্কবার্তা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মার্চ মাসে হু জানিয়েছিল, এই ওষুধের প্রভাব সম্পর্কে অত্যন্ত কম প্রমাণ রয়েছে। সোমবারই আইভারমেক্টিনকে করোনা চিকিৎসায় ব্যবহার করার অনুমতি দিয়েছে গোয়ার সরকার। সে রাজ্যের সরকার ১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেককে আইভারমেক্টিন ওষুধ প্রয়োগের পরামর্শ দিয়েছে। ভাইরাল জ্বর রুখতে সাহায্য করবে এই ওষুধ। তাই ১৮ ঊর্ধ্বে প্রত্যেকের শরীরে উপসর্গ থাকলেই এই ওষুধের ৫টি ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিয়েছে গোয়ার স্বাস্থ্য দফতর।
গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রাণে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রাজ্যের প্রত্যেকটি স্বাস্থ্যকেন্দ্রে উপলব্ধ থাকবে এই ওষুধ। করোনা আক্রান্ত কিংবা আক্রান্ত নন নির্বিশেষে যে কেউ এই ওষুধ খেতে পারবেন। তিনি বলেন, “চিকিৎসার অঙ্গ হিসেবেই ১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেককে আইভারমেক্টিন ট্যাবলেট দেওয়া যাবে।” স্বাস্থ্যমন্ত্রী এ-ও জানান, আইভারমেক্টিনের ১২ মিলিগ্রাম করে ৫ দিনের জন্য খেতে হবে।
Patients will be treated with Ivermectin 12mg for a period of 5 days. Expert panels from the UK, Italy, Spain and Japan, found a large, statistically significant reduction in mortality, time to recovery and viral clearance in Covid-19 patients treated with Ivermectin. (2/4)
— VishwajitRane (@visrane) May 10, 2021
আরও পড়ুন: করোনা চিকিৎসায় নতুন ওষুধ ব্যবহারের পরামর্শ গোয়া সরকারের
ক্লিনিক্যাল, ইন ভিট্রো, প্রাণী ও বাস্তবে এই ওষুধের প্রয়োগ থেকে গবেষকদের হাতে এসেছে আশাব্যঞ্জক তথ্য। ফ্রন্ট লাইন কোভিড ১৯ ক্রিটিক্যাল অ্যালায়েন্সের গবেষণায় কার্যকরী প্রমাণিত হয়েছে আইভারমেক্টিন। ব্রিটেন, ইতালি, জাপান, স্পেন সব জায়গায় করোনা চিকিৎসায় কার্যকরী প্রমাণিত হয়েছে অ্যান্টিপ্যারাসাইটিক এই ওষুধ। ইতিমধ্যেই আইভারমেক্টিনের মাধ্যমে চিকিৎসা শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবয়ে, স্লোভাকিয়া, চেক রিপাব্লিক, মেক্সিকো ও ভারতে। এমনই জানা গিয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত। কিন্তু মঙ্গলবারই আইভারমেক্টিন নিয়ে বিশেষ সতর্কবার্তা দিল হু।
আরও পড়ুন: ৪৮ ঘণ্টাতেই কামাল, করোনা অতিমারিতে ইতি টানতে পারে পরিচিত এই ওষুধ